Assalamualaikum everyone. Hope everybody is well. Today has started quite well for me. I had to wake up very early today. Because today the first class of the last semester of my university life has been taken through online. Our university has taken a very good initiative. We are able to do our classes online. And it doesn't really make sense for us to sit down. We have to move forward as far as we can. We must continue our semester studies using this information and technology as much as possible. We are using a software called Zoom here. Where many people can join together through video conferencing. And here sir is taking our class by sharing the screen. There is no problem in taking classes. But sometimes there is a little problem with the electricity problem. For example, when someone's electricity goes off suddenly, he is getting disconnected. Later he has to connect himself again. But the problem of electricity is a big problem. Because if you miss a topic in the middle of a class lecture, then there is a problem. After joining the class, there is a problem in understanding the topic. So anyway, we were able to start our class, it feels so good. I shared some pictures of my class today. As you can see, I had a class today around 9am. My topic today was "Data Warehouse Hand Data Mining". Now there are classes like this every day. I hope that other universities that are there can also consider taking classes in this way. And online classes are being taken in many outside countries. Even exams are also being taken online. Everyone can think about doing it. Our university has taken a very good initiative. Thank you. You will all be fine..
আসসালামুআলাইকুম সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আজকের দিনটা আমার জন্য বেশ ভাল ভাবেই শুরু হয়েছে । আজকে আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। কারণ আজকে আমার ইউনিভার্সিটি লাইফ এর লাস্ট সেমিস্টার এর প্রথম ক্লাসটা অনলাইনে হয়ে গেছে । খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের ইউনিভার্সিটি। আমরা আমাদের ক্লাসগুলো অনলাইনে করতে পারতেছি। এবং আসলেই এই করোনা ভাইরাস এর জন্য আমাদের ঘরে বসে থাকার কোন মানে হয়না। আমাদের যতটা পৰ যায় সামনে এগিয়ে যেতে হবে। যতটা পারা যায় আমরা এই তথ্য এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সেমিস্টারের পড়াশুনা আমরা চালিয়ে যেতে হবে। আমরা এখানে জুম নামে একটা সফটওয়্যার ইউজ করতেছি। যেখানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একসাথে অনেকেই জয়েন হতে পারে। এবং এখানে স্যার স্ক্রিন শেয়ার করে আমাদের ক্লাস নিচ্ছেন। ক্লাস নিতে তেমন কোন সমস্যা হচ্ছে না। তবে মাঝে মাঝে ইলেকট্রিসিটি প্রবলেম এর জন্য একটু প্রবলেম হচ্ছে। যেমন হঠাৎ করে কারো ইলেক্ট্রিসিটি চলে গেলে সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। পরে আবার তাকে নিজেকে কানেক্ট করতে হচ্ছে। তবে ইলেকট্রিসিটি প্রবলেমটা একটা বড় প্রবলেম। কারণ ক্লাস লেকচারের কোন একটা মাঝখানের কোন টপিক মিস হয়ে গেলে , পরে সমস্যা হয়। পরে ক্লাস এ জয়েন করে , টপিক বুঝতে গেলে সমস্যা হয়। তো যাই হোক , আমরা আমাদের ক্লাস শুরু করতে পেরেছি , এতে অনেক ভালো লাগতেছে। আমি আমার আজকের ক্লাস এর কিছু ছবি শেয়ার করেছি। আপনারা দেখতে পারবেন যে, আমার আজকে প্রায় সকাল 9 টার দিকে একটা ক্লাস ছিল। আমার আজকের সাবজেক্ট ছিল " ডাটা ওয়্যারহাউস হ্যান্ড ডাটা মাইনিং" । এখন প্রতিদিনই এরকম করে ক্লাস রয়েছে। আমি আশা করি যে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে তারাও এভাবে ক্লাস নেয়ার ব্যাপারে ভেবে দেখতে পারেন। এবং বাইরের অনেক কান্ট্রিতে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। ইভেন এক্সামও অনলাইনে নেয়া হচ্ছে। এটা করার ব্যাপারে সবাই ভেবে দেখতে পারে। খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের ইউনিভার্সিটি। ধন্যবাদ।, আপনারা সবাই ভাল থাকবেন ।
THANK YOU
MORE ABOUT ME
NAME | |
---|---|
PHOTO | |
my #tweet :
This post earned a total payout of 0.044$ and 0.022$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.