জীবনের আরেক নাম বন্ধুত্ব
বন্ধু মানে ভালোবাসা , বন্ধু মানে গোপন কথা , বন্ধু মানে বিপদের সময় পাশে থাকা। বন্ধুরা সবসময় এমনি হয়। জীবন কখনো একাকী চলতে পারে না। প্রতিটা মানুষের জীবনে বন্ধুত্বের প্রয়োজন রয়েছে। বন্ধু কি শুধু আমাদের জন্য ? বন্ধু কি শুধু স্কুল জীবনে ? না , বন্ধুত্ব সারাজীবনের জন্য। বন্ধুত্বের সম্পর্ক গুলো দুস্টু মিষ্টি হাসি দিয়ে। যা কখনো শেষ হবার নয়। বন্ধুত্ব কেউ কখনো হারাতে চাইনা। কিন্তু কিছু কিছু বন্ধুত্ব পরিস্থিতির শিকারে হারিয়ে যাই। আমি হারাতে চাইনা আমার বন্ধুত্ব কখনো। বন্ধু ছিলাম আছি ও থাকবো। ভালোবাসি তোদের অনেক।
বন্ধু মানে তোদের সাথে গোপন কথা শেয়ার করা ও জীবনে ব্যাক্তিগত কথা শেয়ার করা। জীবনে সকল ভালো কাজ ও মন্দ কাজের সাক্ষী তোরা। তাই আমি তোদেরকে হারামি বলে ডাকি সবসময়। মাঝে মাঝে আমাকে ভয় দিয়ে থাকিস তোরা , আমার এমন কিছু কথা যা বাসায় বলে দিবি। যদিও আগে অনেক ভয় পেতাম , বাসায় বলে দিলে আব্বু আম্মু বোকা দিবে। কিন্তু এখন আর ভয় পাই না , কারণ তোরা শুধু মুখে বলিস বাসায় বলে দিবি , কিন্তু কখনো বলছ না। কি ভাবছিস তুই বলে দিবি , আর আমি চুপ করে থাকবো ? আমিও কিন্তু তোদের সবার গোপন কথা জানি। সো আমাকে ভয় লাগাতে আসে লাব নাই।
বন্ধুত্ব মানে বিপদের সময় পাশে থাকা। বন্ধুত্ব মানে এক বন্ধু আরেক বন্ধুর ছোটোখাটো সমস্যা সমাধান করা। আমি অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তোরা সবাই মিলে যে ভাবে আমার পাশে ছিলি ও আমাকে শান্তনা দিয়েছিলি আসলে এসব কাজ শুধু ভালো বন্ধুরাই পারে। আমার দুঃখ কষ্ট আমার কান্না আমার হাসি সকল কিছুর সাক্ষী তোরা। তোদের কে কি আমি এত সহজে ছেড়ে দিবো। ভালোবাসি তোদের অনেক।
যখন আমরা সবাই একসাথে হয়ে কোথাও ঘুরতে যাই , কত হাসি , কত কথা , কত কিছুই না আমরা করে থাকি , তোদের সাথে কাটানো প্রতিটা সময় , প্রতিটা মূহুর্থ , যেন অনেক মূল্যবান ও সারাজীবনের স্মৃতি। কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের একসাথে হওয়া সময়ের মধ্যে। বন্ধুত্বের কথা লিখতে লিখতে যেন ডাইরির পাতা গুলো শেষ হয়ে যাচ্ছে , তবিও বন্ধুত্বের কথা গুলো তাদের সাথে কাটানো সময় গুলো তাদের স্মৃতি গুলো শেষ হচ্ছে না। ছোট্ট ডাইরি পাতা যদিও শেষ হয়ে যাই বন্ধুত্ব কি শেষ হয়ে যাবে। না ডাইরির পাতা শেষ হয়ে গেলেও বন্ধুত্ব কখনো শেষ হবে না।
বন্ধুত্ব জীবনের অনেক প্রয়োজন রয়েছে। তবে বন্ধু হলে বন্ধুত্বের মান রাখা করার জন্য যা করার সব করতে হবে। বন্ধু হলে আসল বন্ধু হতে হবে। বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে। বন্ধু হলেই হয় না। বন্ধুত্বের অনেক দায়িক্ত রয়েছে। বন্ধু ছাড়া কেউ জীবনে চলতে পারবে বলে আমার মনে হয় না। বন্ধু তোরা ভালো থাকিস। আমি সবসময় তোদের পাশে আছি থাকবো আজীবন। হাসি দুঃখ কষ্ট আনন্দ সবকিছুই যেন তোদের কাছে ভাগাভাগি করে নেয়ার মতো। ভালোবাসি আমি অনেক তোদের। ভালোবাসা থাকবে আজীবন।
গোলাপ যেমন একটি বিশেষ ফুল বন্ধুও তেমন বিশেষ মানুষ যা ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না।।।
কবিগুরু সঠিক ছিলেন।।।ভালো লাগলো পড়ে।।।।ধন্যবাদ।
Apnake oshongkho dhonnbad amar post porar jonno.
প্রকৃতির অন্যতম সৃষ্টির নাম বন্ধুত্ব।
Ji thik bolechen, dhonnobad apnake.