প্রেতাত্মা নিয়ে গবেষণা করার প্রতি আগ্রহ

in BDCommunity4 years ago

প্রেতাত্মা নিয়ে গবেষণা করার প্রতি আগ্রহ

woman-3435842_960_720.jpg
Image score

ভার্সিটিতে পড়ুয়া দুই বন্ধু , কান্তা আর তুর্য। দুই জনের সম্পর্ক দু রকম হওয়া সত্বেও তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারা একে অন্য বেশ ভালো বোঝে এবং একসাথে তাদের সময় খুব চমৎকার কাটে। কান্তা সবসময়ের মত খুব ভালো ও সিরিয়াস স্টুডেন্ট। বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডাবাজি সবকিছুর পরও তার রেজাল্ট হয় চমৎকার । সে যতটুকু সময় পড়ে,একেবারে মন দিয়ে পড়ে । ক্লাসে সবকিছুর পরেও সে মনোযোগী থাকে । অন্যদিকে তুর্যর লেখাপড়া ছাড়া আর সব বিষয়ে আগ্রহ আছে । সে চলে হাওয়ায় উড়ে উড়ে । তুর্য যে কোনো জায়গায়, যে কারো সাথে কথা বলে, গল্প করে একেবারে জমিয়ে দিতে পারে । বন্ধুমহলে তার ভালো রকম জনপ্রিয়তা আছে ।

সেদিন দুজন ছিল লাইব্রেরীতে । কান্তা দু তিনটা বই নিয়ে বসেছে । পড়ছে ও নোট নিচ্ছে । আর তুর্য এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাচ্ছে । কান্তা কোনোটার উত্তর দিচ্ছে , আবার কোনোটার দিচ্ছে না । কোনোটা হয়তো সে শুনতেই পাচ্ছে না। এসবে তুর্যর কিছু আসে যায় না। কেউ শুনক বা না শুনক। তুর্য কথা না বলে থাকতে পারে না। সে নাকি শুধু মাত্র তার বড় ভাইয়ের সামনে কথা না বলে চুপচাপ থাকে। তুর্যর বড় ভাই নাকি তুর্যর চেয়ে তিন গুন বেশি কথা বলে। কাউকেও কিছু বলার সুযোগই দেয় না।
-এই কান্তা ?
-কান্তা বই থেকে মুখ তুললো না। - মাথা নিচের দিকে দিয়েই বললো - হুম।
-শুন না।
-শুনছি বল।
আচ্ছা আত্মহত্যা করে মরা মানুষ কি পরে প্রেতাত্মা হয়ে যাই ? বা প্রেতাত্মা হয়ে ফিরে আসে ? আমার কিছু বিশ্বাস সুইসাইড পার্টি দুনিয়াতে আবার ফিরে আসে বা দুনিয়া ছেড়ে যেতে পারে না।
এবার কান্তা মুখ তুলে , - মানে ?
-মানে আবার কি ?
-তুই কি বলতে চাচ্ছিস ? হটাৎ এই প্রসঙ্গে কেন কথা বলছিস?
-আরে হটাৎ আবার কি ? একটা আইডিয়া উপলব্ধি করার জন্য দিনক্ষণ ঠিক করা লাগবে না কি ? যা জিজ্ঞাস করলাম সেটা বল ?
-কি বলবো ?
আত্মহত্যা মৃত মানুষ কি প্রেতাত্মা হয়ে ফিরে আসে ?
-জানি না। আমার সাথে কোনো প্রেতাত্মার পরিচয় নেই।
-আরে সেটা তো আমার সাথেও নেই। থাকলে আর তোকে জিজ্ঞাস করি নাকি ? আমি শুধু তোর মতামত জানতে চাচ্ছি।
-আচ্ছা তুই এত ফালতু কথা কি ভাবে বলতে পারিস? কই থেকে কই চলে যাস ? সামনে একটা বই খুলে রেখেছিস কিন্তু একবারও দেখিস না পর্যন্ত।
-আরে আমি কি এখানে পড়তে আসছি নাকি। আমি তো তোকে টাইম দেয়ার জন্য আসছি। তুই নিশ্চই স্বীকার করবি তোকে টাইম দেয়ার জন্য আমি এক নম্বর।
-এই মুহূর্তে স্বীকার করতে পারছি না , লাইব্রেরী থেকে বের হয়ে যদি মনে থাকে এবং তুই আর যদি কোনো ফালতু কথা টেনে না আনিস তাহলে হয়তো করতে পারি।

-এত ভাব দেখিয়ে কথা বলা বাদ দে। যা হয় হবে তাতে তোকে জবাব দিতে হবে না। এসব হাই লেভেলের অধ্যান্তিকতার তুই কি বুঝবি। পারিছ খালি একাডেমিক পড়াশুনা। তোর জন্য আমার অনেক আফসোস হয় রে। জীবনের সুন্দর সময়টা তুই বইয়ের নেশায় পরে লাইব্রেরীতে কাটিয়ে দিলি। ভৰিষ্যতে তার জন্য তোকে অনেক পস্তাতে হবে দেখিস।
-আচ্ছা তাহলে তুই তোর সময় গুলো আমার সাথে থেকে নষ্ট করিস না। এখনই উঠে যা। আর প্রেতাত্মাদের নিয়ে রিসার্চ কর।
-করতে তো চাই। কিন্তু তার জন্য যে প্রচুর পরিমান তত্ব লাগবে , সে গুলো পাবো কই। যাকেই জিজ্ঞাসা করবো সেই তোর মত রিয়েক্ট করবে ।
-হুম ।
-কি হুম? আরে এখনকার মানুষ, হিসাব ছাড়া কিচ্ছু করবে না । সবাই হিসাবি বুঝলি। হিসাবের বাইরে কিছু করবেও না, বলবে না , শুধু ভাব নেবে । এমন কি হাসিগুলোও হিসাব করে দেয় । তুই এই ক্যাটাগরির । সব সময় এমন ভাব ধরে থাকিস কিভাবে?
-আমি ভাব ধরে থাকি ? থাপ্পড় খাবি ।
-খেলে খাবো ,দে দিয়ে ফেল । হিসাবের বাইরে কিচু একটা তো করা হবে তোর ।
-তুই বক বক থামাবি ?
-ব্যাপারটা মাতা থেকে তাড়াতে পারছি না রে ।জানতে ইচ্ছা করছে অনেক।
-তুই এক কাজ কর , তুই নিজে আত্মহত্যা করে মরে যা। যা জানার সব জেনে যাবি ।
-তুই এটা বলতে পারলি ?
-পারলাম । আরেকবার ডিস্টার্ব করলে আত্মহত্যা করতে হবে না । এখানেই তোর হত্যাকান্ড সমাধা হয়ে যাবে। খুন হয়ে যাবি আমার হাতে ।
-কোনো সম্যসা নাই। আমি প্রস্তুতু। এতে একটা বড় রকম লাভ দেখতে পাচ্ছি।
-খুন হয়ে যাবি , এতেও লাভ দেখতে পাচ্ছিস ?
-অবশ্যই। আমাকে খুন করার পর এই লাইব্রেরীতে কেও আবার আসবে ভাবছিস ? তোর মত কিছু গাধারা আসবে। তবে শান্তিমত দুই মিনিটও বসতে পারবে না। লাইব্রেরীর এখানে ওখানে ছায়ার মতো আমাকে দেখা যাবে। কখনো বই হাতে এই চেয়ারে , আবার কখনো ওই চেয়ারে। কখনো মুখে মধুর হাসি , কখনো ভয়ংকর হাসি। কি ভয়ংকর ব্যাপার হবে ভেবে দেখ। এই লাইব্রেরী হয়ে যাবে হন্টেড লাইব্রেরী।

কান্তা তার বইপত্র নিয়ে উঠে দাঁড়ালো , আর বললো। .... ফালতু কথা বলার কোন কম্পিটিশন থাকলে তুই অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে যেতি। চল এখন বের হয়ে যাই। বক বক করে আমার মাথাটা ধরিয়ে দিয়েছিস।

পরের পোস্ট পড়ার জন্য অনুরোধ রইলো।

Sort:  

Congratulations @farzanaakter! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 80 posts.
Your next target is to reach 90 posts.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Feedback from the August 1st Hive Power Up Day