যেখানে জীবন চলা শুরু সেখানেই মৃত্যু ফাঁদ

in BDCommunity4 years ago

আজ প্রায় চার মাস পর লিখতে বসলাম। লেখা লেখি করা টা এবং ছবি তোলা টা আমার একটা শখ ও বটে। সকালের খাওয়া দাওয়া টা শেষ করে ভ্রমন পিপাসুদের মত ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম। লাল সাদা ফুলে ছেয়ে আছে সিরজ বৃক্ষ আর শীতল হালকা বাতস বইছে অপূর্ব দৃশ্য ক্যমেরা বন্দী করতে ভুললাম না।
IMG20210401181003.jpg

আমাদের ছোট নদী চলে একে
বেঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে,
দুই ধার উচু তার ঢালু তার পাড়ি

রবীন্দনাথ ঠাকুর- হয়ত তার ভাবনায় ঠিক ই লিখেছিলেন কিন্তু। আমাদের দেশে এখন এমন অবস্থা হাটুর অর্ধেক পানি আছে কি না সন্দেহ।

IMG20210401175234.jpg
গ্রীষ্মের প্রচন্ড গরমে কিছুটা প্রভব পড়েছে এই জলাভূমিতে। যেখানে ছিল অবিরাম পানির স্রোতধার সেই ভূমি আজ হাহাকার জলসূন্য। শুধ শূন্য নয় যতটুকু পানি রয়েছে তা দুষিত এবং দুর্গন্ধযুক্ত।



প্রাচীনকালে জনপদ গুলো গড়ে উঠত এই নদী কেন্দ্রীক। কারন চলাচল এবং ব্যবহার এবং খাওয়ার উপযোগী হিসেবে মনেকরা হত এই নদীর পানি কে কিন্তু এখনকার সমাজের সকল পয়ঃনিষ্কাশন এর এক মাত্র অবলম্বনই এই নদী গুলো। যেখানে পূবে নদী গুলো ছিল আমাদের জীবনের এক নতুন সাজ বা রূপ সেখানে এখনকার নদীগুলো মৃত্যু কুপ।
বলা হয়ে থাকে পানির অপর নাম নকি জীবন। হ্যা কিছু দিন পানি পান না করলে আমরা এই কথার পরিপূর্ণ তাৎপর্য পরিলব্ধ করি। কিন্তু প্রয়োজনের সময় যদি এমন পানি দেওয়া হয় যেটা বিশুদ্ধ নয় তখন হয়ত পনির অপর নাম জীবন না হয়ে মরন হয়ে যায়।
IMG20210403133452.jpg

ফরিয়ে দাও এ অরন্য লও এ নগর।
আমার পূর্বে মতই পরিষ্কার পানি চাই এ শহরের বর্জ নয়। সমাজ পরিকল্পনা ব্যবস্থার উন্নতি চাই, অবক্ষয় নয়। চশমিশ রঙিন দুনিয়া নয় রঙিন পরিবেশ চাই।
IMG20210401180757.jpg
যাই হোক আজকের লেখাটি ছিল একটু ভিন্ন ধর্মী সমাজবাদী কিংবা প্রতিবাদী ও বলতে পারেন কিন্ত প্রয়োজনের কারনে পরিবেশর পরিবর্তন ঘটানো টা নিতান্ত বড় অপরাধ বলে আমার অভিমত। আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ এর জন্য পরিবেশ বড় বড় পরিবর্তন হচ্ছে আসুন এগুলো এড়িয়ে চলি। আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে।

About Me?

116707598_308841720170379_1769657799403277638_n.png

My name is Faysal. I am a citizen of Bangladesh. I am also a photographer. I love travelers very much and love to serve them. Anyone can contact me
you can contact me on discord user name @faysal72#4722

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ64A2Kr1PJPGWX376xTBG6aJWZ77EmVbVHJShiXKjatDbPKgmV5hvdBHT137NP79b3fnpjQAAyZY21rvenkNQWXw31SMgcpYQAvaabBmfDJ7PGXM1MaawY.jpeg

PicsArt_071508.25.30 2.png