Bengali poem : বাঁধন

in BDCommunity4 years ago

images.jpeg

Source

যতবার ভেবেছি লিখব না ততবারই ভুল করে লিখে ফেলি।
যতবার ভাবি ভাবনাগুলোকে কাগজের কারাগারে বাঁধব না ততবারই বেঁধে ফেলি।
না আর না একবার তাদের উড়িয়ে দেবই কলমের শেকল কেটে।
কারণ দিই না তাদের আজ মুক্ত করে, আমি নিজেও তো মুক্ত।
নিজেকে তো আমি কোনো দিনও বাঁধিনি কোনো সম্পর্কের বন্ধনে।
না ঠিক তা নয় আসলে বাঁধতে পারি নি।
সত্যিই তো আমি মুক্তি চাইনি,
চেয়েছি নিজেকে বাঁধতে ,বেঁধে রাখতে
তোমার তরে।
আর ততবারই তুমি হারিয়ে গেছ অনেক দূরে দূরে।
আর আমি থেকেছি অপেক্ষায়, শুধু বাঁধতে পারিনি,
বার বার বেঁধেছি শুধু নিজেকে।

Poet : @greenphotoman
@greenphotoman