যদি এই পৃথিবীতে বন্ধু না থাকতো,তা হলে মনে হয় জীবনের অনেক মজায় অপূর্নতায় থাকতো।
এবার ঈদের দিন তেমন কোনো জায়গা ঘুরতে যাওয়া হয়নি,তাই প্লান করছিলাম ঈদের পরের দিন কোন একখানে যাবো কিন্তু যাবো কই। সবকিছু ভেবে না পেয়ে বন্ধু রাকিবুলকে রাতে ফোন দিলাম।দুইজন মিলে চিন্তা করে ঠিক করলাম আমাদের কলেজের বড়ো ভাই প্রান্ত ভাইয়ের বাসা যাবো।।
এদিকে ভাই আগে থেকেই আমাদের দাওয়াত দিয়ে রেখেছিলো,আমাদের যাওয়ার কথা শুনে উনি অনেক খুশি হলেন।
পরেরদিন সকালে আমি রওনা দিলাম,আমার বাসা থেকে ১৫ কিমি দক্ষিনে ভাইয়ের বাসা এবং আমার বন্ধু রাকিবুলের বাসা থেকে ভাইয়ের বাসার দুরুত্ব ২কিমি।তাই আমাকে আগেই বেড় হতে হলো।
অবশেষে প্রান্ত ভাইয়ের বাসা পৌছালাম আর আমার বন্ধু রাকিবুল আগেই ভাইয়ের বাসায় গিয়ে পৌছেছিলো।
ভাইয়ের বাসা যাওয়ার সাথে ভাইয়ের বড় বোন আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যাবস্থা করলো।
দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে ৩ জন মিলে বের হলাম ঘুরতে।
ভাই কয়েকদিন আগে আইফোন কিনছে তাই ছবি তুলার লোভ সামলাতে পারছিলাম না,ঘুরতে গেলাম ভাইয়ের বাসার সামনে এক ছোট নদীর তীরে।
শুনলাম এই নদীতে নাকি মানুষ আগে দিনে আসতে পারতো না আসলে নাকি জিনরা ভয় দেখাতো।
যাইহোক শেষ বিকেলের অসাধারন কিছু দৃশ্য এই সময় আমাদের চোখে ধরা পড়লো,আকাশের সেই রংধনু,প্রকৃতির অপরুপ সৌন্দর্য আমরা দেখে মন জুড়ালাম।
ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেলো এবার বিদায় নেবার পালা,ভাইয়ের কাছে বিদায় নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম,গাড়িতে উঠে ভাবছিলাম সবেই হলো কিন্তু ভাইকে ধন্যবাদ দিতে তো ভুলে গেছিলাম, তাই ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আরও আসবো এবার কিন্তু আরও বেশি জায়গা ঘুরাতে হবে।