আসলামু আলইকুম
Hive blog এর সকল সদস্যকে জানাই পবিএ ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।"ঈদ মোবারক"
ঈদ মানেই হাসি,ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই সবার আনন্দটা সবার সাথে ভাগাভাগি করা।
এবার ঈদের সময়টা যদিও পৃথিবীতে করোনার আতঙ্গে ছুয়ে গেছে।তাই হয়তো আগের ঈদের যে আনন্দ সেটা হয়তোবা এবার পুরোপুরি লক্ষ করা যায়নি।
যদিও আমার আজকের ঈদরের দিনটা ফজরের নামাজ আদায় করার মাধ্যমে শুরু হয়েছে।
দীর্ঘ ১ মাস সিয়াম পালনের পর দিনের বেলা পানাহার করলাম।সামন্য সেমাই খেয়ে ঈদের নামাজের উদ্দেশ্যে ময়দানে রওনা দেওয়া।
যেখানে করোনা পরিস্থিতিতে সবাই মসজিদে ঈদের নামাজ আদায় করেছে,সেখানে আমরা ময়দানে অনেক ভালোভাবে স্বাস্থবিধি মেনে নামাজ আদায় করেছি।নামাজ শেষে সেই চিরচেনা সবার সাথে কোলাকুলি। নামাজ শেষে বাড়ি ফেরা।
বাড়ি ফিরে ছোটদের সেই সালামির আবদার।সালামি দিতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ছোটবেলায় আমরা সলামির জন্য সব আত্মীয়দের বাসায় যেতাম। সালামি নিতে নিতে কখন যে বয়সটা সালামি দেওয়ার মাঝে পৌছে গেলো বুঝতেই পারলাম না।
বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা।কিছুক্ষণ ঘোড়াঘড়ি। সব শেষে সন্ধ্যা নেমো আসলো।এইতো কাটলো আমার ঈদ।জানতে চাই আপনাদের কেমন কাটলো ঈদ?
পরিশেষে আবার সবাইকে ঈদের শুভেচ্ছা।
Hi @hanifhossain, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON