On the spur of the moment

in BDCommunity3 years ago

তনয়া তোমার চিকুর মাঝে

কি যে করে চলন,

তরুণেরা ঘুরিছে স্রেফ

করিতে আলিঙ্গন।

গোলাপি রঙ্গের চিবুক তোমার

চিকন কালো আঁখি,

চোয়াল খানি ঈষৎ বাঁকা

পুরু ঠোঁটের হাসি।

ভ্রতে তোমার কি কুহক গো

তা আমায় পাগল করে,

তা জানিয়া সুহৃদেরা টিপ্পনী যে কাটে।

লম্বা গাত্রে চিকন ঘাড়ে

মাথাটা গোলগাল,কর্ণ তোমার লজ্জাবতী

একটুতেই যে হয় লাল।

শুভ্র সারির দন্ত্য তোমার জানি শক্তিহীন,

তা না হলে কামর কেন?

ব্যথা ও দাগহীন।

লাউয়ের ডগার মতো নরম

তোমার দুটি হাত,

তাইতো তোমার হাতটি ধরলে

কর তুমি রাগ।

সবমিলিয়ে এমন সুতা করেছি অন্বেষণ,

রাগ করো নিতো?

করিলে একটা চঞ্চু মাঝে চুমু দেব

এই আমি বললুম।