আজকে আমার ভাগ্নের হাতে লাটিম দেখে ছোটদের মতো একরকম কেড়ে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম লাটিমটি। এর জন্য আবার বাবার হাতে বকা খেয়ে বসলাম একদফা। কারণটা ওই ছোট মানুষি।
লাটিম খেলা। কথাটি শুনেই হয়তোবা আপনারা অনেকে শৈশবে চলে গেছেন। চলেন দেখি শৈশবের স্মৃতিটাকে আরো একবার উসকে তুলি। ছোটবেলায় লাটিম খেলেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।
গ্রামের মুদি দোকানগুলোতে অন্য সব মনোহরী পন্যগুলোর সাথে লাটিমও সাজিয়ে রাখতে দেখা যেত। লাটিম কেনার পাঁচটি টাকার জন্য বাবা কাছে কিভাবেই না আকুতি-কাকুতি করতাম। ডানপিটে কিশোরদের আবার কেউ কেউ আস্ত পেয়ারা, তেঁতুল, বাউলা ইত্যাদি গাছের ঢাল নিয়ে যেত কামারশালায় সখের ওই লাটিম বানানোর জন্যে।
হায় আফসোস! কোথায় আজ আছে ওই লাটিম খেলার সাথিরা। তাদেরকে আজ আমরা ভুলেই গিয়েছি। সবপেয়েছির দেশের সন্ধান যদি পেতাম, তাহলে সেখানে গিয়ে আমি অবলীলা চেয়ে বসতাম লাটিম হাতে দস্যিপনার ওই দিনগুলো।
মর্মস্পর্শী হলেও সত্য যে লাটিম খেলা আজ বিলুপ্তির পথে। ভাগ্নের হাতে পুরনো জরাজীর্ণ এক লাটিম দেখ ভাবলাম, ভাগ্নেকে নূতন ও রঙ্গিন একটা লাটিম কিনে দিলে মন্দ হয় না বৈকি। সারা পাড়ার মুদি দোকানগুলো ঘুরেও কোন লাটিমের সন্ধান পেলাম না। অগত্যা কি আর করা! পুরনো লাটিম খানা-ই সাত রাজার ধন হয়ে রইলো।
BDCommunity বেমালুম একটা লক্ষ্মীর সংসার। ধনেআঢ্য এই পরিবারের সদস্যরা তো আর ওই মেঠোপথে দাড়িয়ে লাটিম খেলা দেখতে যাবে না। তাই না হয় আমিই একটু আগ বাড়িয়ে লাটিম ও লাটিম খেলার বিষয় বলিতো দেকিনু কেমন হয়।
লাটিম: একটা চিকুন লৌহশলাকে নাভিগোলকে রেখে ডিম্বাকৃতির কাঠে মুড়ানো বস্তুটিকেই আমরা লাটিম বলে জানি। অঞ্চল ভেদে এটাকে লাট্টুও বলা হয়।
দেড় থেকে দু'হাত দৈর্ঘ্যের একটা পাটের দড়ির সাহায্যে এটাকে ঘুরানো হয়।
লাটিম খেলার নিয়ম: লাটিম দু'ভাবে খেলা যায়। একটা মাটির উপর বৃত্ত আঁকিয়ে আরেকটা বৃত্ত ছাড়া।
প্রথম নিয়মটি নিয়ে বলি। এ পদ্ধতিতে খেলতে হলে প্রথমে আপনাকে মাটির উপর একটা বৃত্ত আঁকাতে হবে। পাঁচ ছ'জনের বেশি প্রতিযোগী হলেও কোন সমস্যা নেই। তারপর লাটিমে দড়ি পেচিয়ে ছুড়ে মারতে হবে বৃত্ত মধ্যে। ছুড়ে ফেলা লাটিমটি যখন ভো ভো করে ঘুরতে ঘুরতে বৃত্তের পরিধি রেখা অতিক্রম করবে ঠিক তখনি অন্য প্রতিযোগির হাতে থাকা লাটিমটি দিয়ে করবে প্রচন্ড আক্রমণ। খান খান করে দিবে পরিধি রেখা অতিক্রম করা লাটিমটি। দুষ্টদের আবার কেউ এজন্য লাটিমের ফলাটি শান দিয়ে রাখে।
আরেক রকম পদ্ধতি হলো বৃত্ত না আঁকিয়ে। এ ক্ষেতে যার লাটিম মাটিতে বেশি সময় ধরে ঘুরবে সেই জয়ী।
মৌলিক কথা বলতে গিয়ে অনেক বাহুল্য কথা বলে ফেললাম। কি আর করা! HIVE এ অর্বাচীন বলে কথা।
ছোট বেলায় লাটিম খেলা ছিল নিত্যদিনের সঙ্গী। হয়তো মাত্র ৫/১০ টাকা ছিল লাটিমের দাম, কিন্তু যে আনন্দটা পেতাম এই লাটিম খেলা থেকে তা ছিল অমূল্য।
ধন্যবাদ আপনাকে, অনেক দিন পর আবার সেই পুরনো আনন্দের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। 😊
আপনার রিয়েকশনের জন্য ধন্যবাদ। সত্যিই সে দিনগুলো ভুলবার নয়।