বিয়ের পর দিনই স্বামী তার নব বিবাহিত স্ত্রীর হাতে দুটো ফুলপ্যান্ট ও দুটো শার্ট দিয়ে বললেন,"আমি একটু অফিসে যাচ্ছি, এগুলো সুন্দর করে ধুইয়ে রাখবা ঠিক আছে? তা না হলে কিন্তু........। বেচারি স্ত্রী বিয়ের পরদিনই স্বামীর কাছ থেকে এরকম একটা আদেশ পাবে তা মোটেই ভাবেনি। ভেবাচেকা খেয়ে বাধ্য বউয়ের মতো স্ত্রী বললো, "জি আচ্ছা। "
স্বামী বললো, "আমি দুইটা বাজে আসবো। আর এসে যেন দেখি রান্নার সাথে সাথে কাপড় ধোয়া হয়ে গেছে। তা না হলে কিন্তু.......।
নব স্ত্রী এবারও অবাক। তা না হলে, তিনি কি করবেন!
দুপুর দুইটায় অফিস থেকে ফিরে এসে দেখে স্ত্রী সকল কাজ বাধ্য মেয়ের মতো করে রেখেছে। স্ত্রী প্রথম পরিক্ষায় পাস।
দুদিন পর। আবারও কয়েকটা টিশার্ট হাতে দিয়ে বলছে,-এই নাও।এগুলো সব ধুয়ে দিও। আমি অফিস থেকে এসে যেন দেখি সব ধোয়া হয়ে গেছে। তা না হলে কিন্তু.......।
-জি আচ্ছা ঠিক আছে।
বেচারি এবার ভাবল, সেই বিয়ের পরদিন থেকে আমাকে আদেশ দিয়ে যাচ্ছে। আর প্রতিটা আদেশের পর তা না হলে কিন্তু..... তা না হলে কিন্তু... বলছে। কারণ কি? নিশ্চয় কিছু একটা..... আর কিছু ভাবলো না সে।
পরের দিন তার কাজিনরা তাকে দেখতে এলো। কুশল বিনিময়ের পর কাজিনদের আড্ডা খুব জমছে। এক কাজিন জিজ্ঞেস করল,
-কী রে তোর স্বামী কেমন রে? কেমন মনে হচ্ছে রে?
-না এমনে সব ঠিক আছে। কিন্তু একটা সমস্যা। বিষয়টি কাউকে বলতেও পারছি না।
-কী রে? কি কী সমস্যা বল না।
-হুম বলবো, তার আগে তোরা প্রমিজ কর, কাউকে বলবি না? প্লিজ!
-ওকে প্রমিজ, যাঃ।
সেই বিয়ের পরদিন থেকে বিভিন্ন কাজের আদেশ দিয়ে যাচ্ছে। আমি সব কাজ ঠিকঠাকই করছি। কিন্তু আদেশ করার পর বলে এই কাজটা করে রাখবা, তা না হলে কিন্তু....। অই কাজটা করে রাখবা, তা না হলে কিন্তু..... বলে।
ভয়ে ভয়ে আমি এখনও কিছু বলিনি।
-হা হা গাধি। কিছু বলতি।
-যাহ আমার ভয় করে।
-আচ্ছা এক কাজ কর, আবারও যদি এমন বলে তাইলে সাহস করে বলে ফেলবি,"তা না হলে কি করবেন, শুনি? "
সে এখন সুযোগের সন্ধানে। পরের দিন সকালে স্বামী ফাইল গোছাতে গোছাতে বলল,
-এই যে ম্যাম, আমি দুপুর নাগাদ বাসায় ফিরবো, আর এসে যেন দেখি সব কিছু ঠিকঠাক রান্না হয়ে গেছে। তা না হলে কিন্তু.......।
স্ত্রী সাহস করে বলে ফেললো,
-তা না হলে কি করবেন? সেই বিয়ের পর থেকে দেখে আসছি আপনি শুধু কথায় কথায়, তা না হলে কিন্তু..... তা না হলে কিন্তু বলেন। আমি ঠিকঠাক রান্না করে রাখবো না। দেখবো আপনি কি করেন?
-কি করবো শুনবে?
-হুম বলেন।
-তা না হলে দুপুরে আমরা দুজন রেস্টুরেন্টে গিয়ে খাবো।
That's funny, though i have seen a video on this concept in Facebook/YouTube.
Ta na hole ki 🤣
A very good piece. I was getting annoyed too but also was guessing if you did leave a twist as I read one of your posts earlier and I really liked it. Thanks for not disappointing me 😂 🤣 😂 🤣 A very cute post indeed. Are you active in the discord BDcommunity?