জীবনের সাথে তাল মিলাতে গিয়ে, আমার ছোট্ট হৃদয়ে কতগুলো রক্ত জমাট বেঁধে গিয়েছে। তা শুধু আমার ছোট্ট হৃদয়টিই জানে। প্রতিটি জমাট বাঁধা রক্ত কণাগুলো, আমার জীবনে এক একটা স্মৃতি। যেগুলোর পিছনে এক একটা নির্মম কাহিনী রয়েছে।
যেগুলো আমি মুছে ফেলতে চাইলেও, আমি মুছে ফেলতে পারি না। কারণ এ জমাট বাঁধা রক্ত গুলো আমার হৃদপিন্ডে মাঝে মাঝে চিনচিন করে ব্যাথা দেয়। কিছু কিছু ব্যথা কখনো কাউকে দেখানো যায় না। কাউকে বোঝানো যায় না, শুধু নিজে নিজে অনুভব করতে হয়।
এ হৃদয় বারবার ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে, আশা জাগানো মানুষগুলোকে আর ভালো লাগে না। তাদেরকে আর সহ্য হয় না। কারণ তাদের এক একটা কথা তীরের মত বুকে বেঁধে, তাই মিথ্যে আশায় আমি বুক বাঁধি না।
মাঝ রাতে বালিশে মুখ লুকিয়ে, কষ্টে কাঁদাটা আমার কেউ দেখেনি। তাই আমি কাউকে আর আমার কষ্ট দেখাইতে চাইনা।আমি বাস্তবের কাছে অনেক কিছু শিখেছি, বাস্তব আমাকে বাঁচাতে শিখেছে, বাস্তব আমাকে পথ দেখিয়েছে। বাস্তবের কাছে আমি ঋণী।
আবেগের কোন স্থান নেই আমার হৃদয়ে। আমার রক্তাক্ত হৃদয়ে আমি আর আবেগকে পুষি না আর পুষতেও চাইনা । বাস্তবতার ছোঁয়ায় আমি বিশ্বাসী এবং আমার নিয়তি আমাকে যেখানে নিয়ে যাবে, আমি সেখানে যেতে সদা প্রস্তুত।
বাস্তবতা বড়ই কঠিন
হুম ভাইয়া একটু বেশিই কঠিন।
thanks for your compliment