হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশাকরি ভাল আছেন। আজ আমি একটি খাম তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
খাম তৈরির উপকরণ: কম্পিউটার, কালার প্রিন্টার, A4 সাইজ পেপার, কাঁচি, আঠা।
পদ্ধতি : প্রথমে কম্পিউটারে ডিজাইন তৈরী করার জন্য ফটোশপে মাপমত একটি পেপার নিতে হবে এবং এটি হবে পাসপোর্ট সাইজ ছবির খাম। আমি দৈর্ঘে 5.75 ও প্রস্থে 3.5 ইঞ্চি নিয়েছি এবং এটিকে দৈর্ঘে 2.5 ও 2.5 রেখে 0.75 ইঞ্চি খামের ঢাকনার জন্য রেখে ডিজাইন তৈরী করি এবং প্রস্থে 3 ইঞ্চি নিয়ে বাকিটুকু খামের সাইড রাখি আঠা লাগানোর জন্য।
এভাবে একটি ডিজাইন তৈরী করার পর এ4 সাইজ কাগজে চারটি খামের ডিজাইন সাজিয়ে নিয়ে প্রিন্ট বের করে নিতে হবে। এরপর সবগুলোকে আলাদা করে কেটে একটি খামের অংশ নিয়ে নিম্নের ছবির মত ভাঁজ দিতে হবে।
এবার ভাঁজ করা অংশগুলো কাঁচি দিয়ে কাটতে হবে।
এভাবে কাটার পর খুব সাবধানের সাথে আঠা লাগাতে হবে যাহাতে কাগজের নিচের অংশে লেগে না যায়। আঠা লাগানোর সময় আঠা যাহাতে যেখানে সেখানে লেগে না যায় তারজন্য আঠা লাগানোর নিচের অংশে একটি অন্য কাগজ ঢুকিয়ে নিতে হবে।
আঠা লাগানো শেষ হলে ঢুকিয়ে নেয়া কাগজটি বের করে নিয়ে নিম্নোক্ত ছবির মত জোড়া লাগিয়ে দিতে হবে তাহলেই খাম তৈরীর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
ভাইয়া হাইবি আমি নতুন একটু যদি হেল্প করতেন আপনার ফেসবুক লিংক বা মেসেঞ্জার লিংক দিয়ে ভালো হতো please 🙏🙏🙏🙏 ভাই এটা আমার ফেসবুক লিংক একটু নক দিয়েন প্লিজ https://www.facebook.com/mdkazimushfaqur.rahul?mibextid=ZbWKwL