গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ, আমার মন ভোলায় রে !!!

in BDCommunity4 years ago

5.jpg

ছোটবেলার সেই প্রানের গ্রাম আজও মনে পড়ে তাই প্রানের টানে আজও চলে যাই আমার প্রিয় গ্রামে। আজও ইচ্ছে করে গ্রামের কৃষকের সাথে সোনালি ধান কাটি, মাঠে রাখালের সাথে গরু চরিয়ে বেড়াই, সবুজ ঘাসের উপর নিজেকে গড়িয়ে দিয়ে বিকেলের সূর্যকে অবলোকন করি। অনেক কিছুর মানেই তখন বুঝিনি, আজ বুঝি শিশির ভেজা সকালের গায়ে শিতল বাতাস লাগানো শরীরের সুক্ষ্য অনুভূতি।

9.jpg

সকলে মিলে শীতের সকালে ঠাণ্ডা পানিতে সাতার কাঁটার অনুভূতি আজও শরীরে চিমটি কাটে, কখনোবা শিতল পানিতে মাছ ধরার প্রতিযোগিতা মনের অন্তরে গভীরে নারা দেয়। আজও যাওয়া হয় আমার গ্রামে, রাস্তার পাশ দিয়ে হাটি আর মনের অজান্তে আমি আমার শৈশবে ফিরে যাই।

2.jpg

মাটির সাথে খেলা করা এখন আর হয়না। চৈত্রের দুপুরে ঘণ্টার পর ঘণ্টা পুকুরের পানিতে ডুবানো এখন সবই স্মৃতি । এখনো ইচ্ছে করে পুকুরের মাছ সাথে সখ্যতা গরে তুলি। কিন্ত কোথায় যেন একটা দেয়াল কিংবা প্রতিবন্ধকতা চলে আসে। কি সেটা ? হবে হয়ত সময়ের কোন সুক্ষ্য কারুকাজ ..................

1.jpg