তারেক ভাই, এমডি স্যার আপনাাকে ডাকে। কী ব্যাপারে কিছু বলছে? না, কিছুতো বলে নাই। বলছে তারেক কে একটু আসতে বলো। আচ্ছা ঠিক আছে যবো। এই কথা বলে তারেক কপি মগে লম্বা একটা চুমুক দিয়ে চেয়ারে হেলাল দিয়ে ভাবে এমডি হঠাৎ তাকে এই মুহুর্তে কেনো ডাকবে, সকালে সে সব রিপোর্ট জমা দিয়ে দিছে, তাহলে সমস্যা কোথায়? এই রকম ভাবতে ভাবতে মিনিট পাঁচেক কাটে। ইফতেখার তাকে মনে করিয়ে দে তারেক ভাই আপনাকে না এমডি স্যার ডাকে! আরে ডাকুক এমডি স্যার ডাকলে সাথে সাথে যেতে নেই। কোন মোডে থাকে সেটা একটু বুঝার জন্য হলেও একটু সময় নিয়ে যাওয়া উচিত ইফতেখার। তারেক ইফতেখারের ডিপার্টমেন্ট হেড। বস। তারেক যতোটুকু কাজ না করে তারচেয়ে বেশি কাজ করার বান করে! সব কাজ ইফতেখার কে দিয়ে করে নিয়ে, ম্যানেজম্যান্টের কাছে সব ক্রেডিট নেন তারেক সাহেব।
তারেক ভাই দশ মিনিট হয়ে গেলো এখনো আপনি যান নাই, স্যার কিন্তু ফোন করবে ইন্টারকমে। এই কথা বলতে না বলতে তারেক সাহেবের ফোন বেজে উঠে। স্যার হাতের কাজটা সেরে আসতেছি। অথচ তারকের হাতে এখন কোন কাজই নেই। তারেক সাহেবের অফিসে তেমন কাজ নাই বললেই চলে, শুধু সকালে এসে কয়েকটা রিপোর্ট করে, কয়েকটা মেইলের রিপ্লাই দে। আর সারাদিন ইফতেখার এটা করেন ওটা করেন। ওটে মেইল দেন। আর কিছুক্ষণ পরপর রহিম কপি দাপলও তো এক মগ!
বুঝছেন ইফতেখার এমডি ডাকলে সাথে সাথে গেলে গুরুত্ব থাকেনা। তারেক সাহেব অবশ্য এর আগে কয়েকবার বকা খেয়েছে দেরিতে এমডির ডাকে সাড়া দেয়ার জন্য, বকা খেয়ে এসেও বলে আরে ইফতেখার নিজের গুরুত্ব বুঝাতে একটু দেরি করে যেতে হয়, তই সবসময় না! যখন এই কথা বলে তখন ইফতেখার বুঝে আহ ডলা খাইছে এমডির কাছে। ডলা খাইলে তারেকের ফর্সা মুখ লাল হয়ে যায় এটাও একটা সিমট্রম।
ইফতেখার তারেককে পাত্তা দেনা, এই স্বভাবের কারনে। এক ঘন্টার কাজ আট ঘন্টা ধরে করবে আর আসবে অফিস সময়ের এক ঘন্টা পরে। অফিসে ডুকেই বলবে এই রহিম কপি দাও। যাওয়ার সময় আবার দুই ঘন্টা পরে যাবে মালিকপক্ষকে দেখায় ওভারস্টে করতেছে, অথচ ঠিক টাইমে ডুকে ঠিক মতো কাজ করলে ঠিক সময়ই বের হওয়া যায়। ইফতেখার ঠিক সময় অফিসে আসে এবং জাস্ট টাইমে বের হয়ে যায়। এরা তারেকের পছন্দ নয়।
তারেক এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে, আর মালিকপক্ষকে বলবে ইফতেখার তো কোন কাজ পারেনা, সবতো আমিই করি, ইত্যাদি, ইত্যাদি। অন্যদিকে ইফতেখার কে বলবে সব কাজতো আপনিই করেন, সাবাস! একদিন আপনি অনেক বড় হবেন!!
অথচ সারাদিন ইফতেখার কে দিয়ে সব কাজ করিয়ে নিবে, আহা করপোরেট! আর এমডির রুম থেকে বের হয়ে কঠিন কাজ গুলা ও ইফতেখার কে দিয়ে করিয়ে নিবে, সব ক্রেডিট নিবে তারেক। এখানে হাসিতেও করপোরেট, সম্পর্কও করপোরেট৷ সবই মায়া আর অালেয়ার খেলা!
Source Pixabay
Hi @ihfaisal, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
বেচারা ইফতেখার........তারেক সাহেব কে ধরে একদিন ডলা দিলেই তো মিটে যায়
ডলা দিলে তো আর করপোরেট থাকলো না 😏😏