রাজা ফিরলেন রাজার বেশে। 👑

in BDCommunity2 years ago

২৩ নভেম্বর ২০১৯ , বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরমেটে সবশেষ শতরানের দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। দীর্ঘ তিন বছর প্রতীক্ষার পর শতরানের দেখা মিললো ভারতের এই ক্লাসি ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যাট থেকে। এই তিন বছরে অনেক সমালোচনার মধ্য দিয়ে হাঁটতে হয়েছে এই ডান হাতি ব্যাটসম্যানকে। প্রায় হাজার দিন অফফর্মে থাকা বিরাট কোহলি এখন ফিরেছেন আবার তার নতুন রূপে। জাতীয় দল থেকে বাদ পড়ার কথা উঠলেও সেই বিরাট কোহলি এবার এশিয়া কাপে ফিরেছেন আবার নতুন করে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান করে মাঠ ছাড়লেও পরের দুই ম্যাচে অর্ধশত রান করেছেন তিনি। আবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টি টোয়েন্টি ফরমেটে শতরান করেন বিরাট কোহলি। এইটাই ছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরমেটে প্রথম সেঞ্চুরি এবং তার ক্যারিয়ারের ৭১ তম সেঞ্চুরি করলেন তিনি।

বৃহস্পতিবার এশিয়া কাপের ১৫ তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং করতে নামেন তিনি। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারতকে। আর শেষ ম্যাচে ভারতের ওপেনার রোহিত শর্মা না খেলায় ওপেনিংয়ে নামেন বিরাট কোহলি আর কে এল রাহুল। মাত্র ৩২ বলে অর্ধ শত রান করেন বিরাট কোহলি এবং মাত্র ৫৩ বলে শতরান তুলে নেন তিনি।

পুরো ম্যাচে অপরাজিত থেকে ৬১ বলে ১২ টি চার ও ৬ টি ছক্কা মেরে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ১২২ রান সংগ্রহের সাথে সাথে মাত্র ২ উইকেট হারিয়ে আফগানিস্তানকে ২১৩ রানের টার্গেট দেয় ভারত। বিরাট কোহলির এই ঝড়ো ইনিংসে আফগানিস্তানকে ১০১ রানে হারায় ভারত। যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টেস্ট ফরমেটে তার মোট শতরান ছিল ৭০ টি। কিন্তু ব্যাট হতে টি টোয়েন্টি ফরমেটে মেলেনি কোনো শতরানের দেখা। তিন ফরমেটেই এখন শতরানের মালিক বিরাট কোহলি। সর্বোচ্চ শতরানের দিক দিয়ে রিকিপন্টিং কে ছুঁয়েছেন তিনি। একটা সময় ছিল যখন তিনি ম্যাচের পর ম্যাচ সেঞ্চুরি করতেন এবং সবার আশঙ্কা ছিল তিনি একদিন সচিন টেন্ডুলকারএর ১০০ টি শতরান এর বিশাল মাইল ফলক স্পর্শ করতে পারবেন। কিন্তু বিরাট কোহলির অফোর্মে যাওয়ার পর সেটা এখন ধোঁয়াশা। তিনি আবার জলে উঠেছেন নতুন রূপে।

প্রায় দুই মাসের মত সবধরনের ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে দেখা মেলেনি তাকে। একটু সস্তির নিশ্বাস ফেলে সবার থেকে দূরে থেকে সবার সমালোচনার জবাব দেওয়ার জন্য নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছেন তিনি। এই দুই মাসে খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। এশিয়া কাপের প্রথম থেকেই তিনি দেখিয়ে দিয়েছেন তিনি হারিয়ে যাবার জন্য আসেন নি। এবার নিজের জায়গাকে শক্ত করতে এসেছেন। কিংবদন্তিরা এত সহজে হারিয়ে যাবার নয় তিনি সেটা দেখিয়ে দিলেন।

FB_IMG_1662746989830.jpg
IMG

Sort:  

আসলেই কয়েকদিনের জন্য মনে হচ্ছিলো না শচীন টেন্ডুলকারকে হয়তো আর স্পর্শ করতে পারবে না কোহলি,কিন্তু এখন কাল যেভাবে খেলেছেন আবার মনে হচ্ছে যদি ফর্ম ধরে রাখতে পারেন তাহলে হয়তো স্পর্শ করে ফেলবেন।

তবে বিরাট কোহলির এখন ১০০ টা সেঞ্চুরি করা অনেটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বয়সতো কম হইলো না।