একটা সময় ছিল সব সময় গান শুনতাম,খাওয়ার সময় গান শুনতাম, বাইরে বের হলে কানে ইয়ার ফোন থাকতই। শত শত গানের লিস্ট ছিল আমার কাছে। এমন কি রাতে ঘুমানোর আগে ইয়ার ফোন কানে লাগিয়ে গান না শুনলে ঘুমই আসতো না। ইয়ার ফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম।
এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গান শোনা টোটালি বাদ দিতে পেরেছি।
আলহামদুলিল্লাহ,
ব্যস্ততা কিংবা অন্যকিছুর ফলাফল, এরকম পরিবর্তন দেখলে নিজের কাছেই দারুণ লাগে।