আমাদের প্রেমের পরিনীতি

in BDCommunity3 years ago

আমি সবার সাথে আমার ভালোবাসা গল্প শেয়ার করতে পেরে খুশি হব। এটা 2016 ছিল, আমি এক বিকেলে তার সাথে দেখা করি। প্রথম নজরে আমি কখনো ভাবিনি যে আমি তার সাথে এভাবে জড়িয়ে পড়ব। প্রথম দেখাতেই তার প্রতি একটা বিশুদ্ধ অনুভূতি ছিল। তিন মাস পর দেখা করার পর আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। তিনি আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক। হয়তো
সৃষ্টিকর্তা চেয়েছিলেন আমরা এভাবে একত্রিত হই। আমাদের মধ্যে অনেক ঝগড়া, অহংকার এবং রাগ ছিল।আজ অনেক ঝড় কাটিয়ে আমরা একসাথে আছি। সবাই বলে আমরা একে অপরের জন্য তৈরি। আলহামদুলিল্লাহ, আমি 22 জুন, 2018 তারিখে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি।

image.png

image.png

image.png

image.png

image.png

image.png

তার সাথে অনেক ভালো সময় কেটেছে এই 5 বছরে। আমাদের দিনগুলো অনেক সুন্দর ভাবে কাটছে । প্রত্যেকে আমাদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করবেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি।

সবাইকে ধন্যবাদ.

Sort:  

ভালোবাসায় এমন পূর্নতা দেখতে বেশ ভালো লাগে, দোয়া করি শেষ সূর্যাস্ত পর্যন্ত এভাবে একসাথে থাকুন।

যাইহোক, একটা প্রশ্ন ছিল।
হাইভ সর্ম্পকে কিভাবে জানতে পেরেছেন? কে আপনাকে এই প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

কারণ আপনার হয়তো এ প্লাটফর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই। আমরা এক্ষেত্রে আপনাকে সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে দিকনির্দেশনা প্রধান করতে পারি।