দিন আর রাতের মতো জীবনেরও উত্থান-পতন হয়। কেউ ভাঙে, কেউ-বা ফিরে পায় জীবনের কূল।

in BDCommunity3 years ago

হয়তো আমি যথার্থ শব্দের অভাবে , বাক্য বিন্যাসের অপটুতায় , সঠিক ভাবে চিন্তা ভাবনার অসামঞ্জস্যতায়
যা ভাষায় প্রকাশ করতে পারছি না, তা কি আপনারা বুঝতে পারছেন?

istockphoto-506910700-170667a.jpg

Source

এটাও জানি , হয়তো আমার বাক্য গুলো অবিন্যস্ত, এলোমেলো।
হয়তো নিজের মনের ভাষা বা চাওয়া টুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ ।
হতে পারে আমার চিন্তা ভাবনা গুলোও বিচ্ছিন্ন।

কিন্তু আপনারা কি আপনাদের হৃদয় দিয়ে আমার আকুতি ও অন্তরের অন্তঃস্থল এর ভাষা গুলো উপলব্ধি করতে পারছেন?
এখন আপনারাই হয়তো ভাবছেন, এতো দ্বায় আপনাদের থাকবে কেন?
কিন্তু আমি আপনাদের কে রিকুয়েস্ট করছি , আপনারা আমার অন্তরের ভাষা ও আকুতি বোঝার চেষ্টা করুন।
কারণ আমার মুখ যা উচ্চারণ করতে অক্ষমতা প্রকাশ করে, হৃদয় যা সাজিয়ে গুছিয়ে লেখনীর মাধ্যমে প্রকাশ করতে হিমশিম খায় .....
আমার এসব অক্ষমতা আপনাদের তো খুব বেশি অজানা নয়।
তাই না!

আমার না বলা কথা গুলো কে সঠিক ও সুন্দর ভাবে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় বেদনার ভারে আমি যখন ক্লান্ত হয়ে পড়ি , দুঃখের প্লাবনে যখন আমি দুমড়েমুচড়ে যাই , যখন নীরবে-নিভৃতে দু' ফোঁটা অশ্রু আপনা থেকেই আমার চোখ থেকে ঝরে পড়ে।

তখন এই ভেবে আমার মনটা প্রশান্তিতে ভরে উঠে যে, আমার এই কাজে আন্তরিকতা ও কঠোর প্রচেষ্টা কেউ না দেখুক,কেউ না জানুক .....আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা কখনোই ভুলে যান না।
আমরা অনেক সময় অন্যদের যে উপকার করি আর তাদের যে দুঃখগুলো দূর করার চেষ্টা করি ।
সেগুলোও তিনি যেমন মনে রাখেন।
আপনার বা আমার এমন প্রচেষ্টা বা পরিশ্রম কেও আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা এড়িয়ে যান না'।

কারণ আমাদের রব মহা-মহিম! মহানুভব! তাকে অনুভব করি অন্তরের অন্তঃস্থল থেকে।
তাই হতাশ হই না। আমি আমাদের রবের পরিকল্পনার উপর আস্থা রাখি।

Sort:  

Enjoy your day with !wine


Hivewatchers/Spaminator or In Our Blacklist.Hi @wallee, You Or @jamirul Belongs To
Therefore, We Will Not Support This Reward Call.
(We Will Not Send This Error Message In Next 24 Hrs).

wine_logo


Contact Us : WINEX Token Discord Channel
WINEX Current Market Price : 0.303