অতি লোভে তাতি নষ্ট, সত্য ঘটনা।

in BDCommunity2 years ago

IMG_20220925_144958395~2.jpg

কথায় আছে সৎসঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ।
এই কথাটি আমি এখন হারে হারে টের পাচ্ছি ।

চলুন তাহলে সংক্ষেপে বলি কেন এসব বলছি।

আমাদের অভাবের সংসার । বাবা মা ভাই বোন নিয়ে কষ্টে হলেও খুব ভালোই চলছিল আমাদের পরিবার। এইতো দুই থেকে তিন মাসের আগের কথা বলছিলাম ।

একটা কোম্পানিতে চাকরি করি কম বেতনে । বেতন কম হলেও খুব ভালোই চলছিল পরিবার । যে টাকা বেতন পেতাম তা থেকে কিছু টাকা পরিবারে দিতাম আর কিছু টাকা রাখতাম যা দিয়ে নিজের পকেট খরচ চালাতাম ।
কিন্তু বর্তমানে আমার সব শেষ হয়ে গেছে । আমি ডিপ্রেশেনে ভুগতে ভুগতে প্রায় নিঃশ্ব । কেন এমন হলো আমার । ভেবেই পাই না । না কোথাও মনোযোগ দিতে পারছি , না ভালোভাবে হাসতে পারতেছি , না পারছি কাদতে । নিজেও ভালো নেই ,পরিবারও ভালো নেই । যে টাকা আয় তা অন্যকে দিতেই শেষ হয়ে যাচ্ছে ।
মুলত এই অবস্থার কারন যেটা সেটা হলো অনলাইন জুয়া । মোবাইলের মাধ্যমে জুয়া খেলে এখন আমি প্রায় নিঃশ্ব । দুই মাস আগে আমার এক বন্ধুর দেখাদেখিতে আজ আমার এ অবস্থা । সেদিন দেখেছিলাম আমার এক বন্ধু অল্প টাকা দিয়ে অনেক টাকা লাভ করেছে । কৌতুহুলবশত আমি কিছু টাকা ইনভেস্ট করি । প্রথমে কিছু টাকা পেলেও বর্তমানে লোভে পড়তে পড়তে আমার আশা নষ্ট হয়ে গেছে । অনেক টাকা লচ হয়ে গিয়েছে । আবার এসব টাকা অন্য জনের কাছে থেকে সুদের উপর নেয়া । দেখা যাচ্ছে মাস শেষ হতেই সুদের লাভ দিতে হচ্ছে । আবার কিছু টাকা ধার করে নেয়া । ধারের টাকা শোধ দিতে হচ্ছে । যে আয় তা দিয়ে সুদের লাভ আর ধারের টাকা শোধ করতেই শেষ। এক্ষেত্রে না পারতেছি পরিবারকে কিছু দিতে না পারতেছি নিজের কাছে কিছু টাকা রাখতে । বলতে গেলে খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে পার করতেছি । যতগুলো টাকা অনলাইন জুয়ায় হেরেছি তা পরিশোধ করতে প্রায় বছর খানিক লাগবে । সেক্ষেত্রে পরিবার আর নিজের কাছে টাকা না রেখে ।

এখন আমি কি করবো ভেবেই পাচ্ছি না । আমার মাথায় অনেককিছু খুরপাক খায় । চিন্তা করতে করতে আমি শেষ।
কোন আশাও কাজ করতেছে না । পরিবারকেও জানায়ছি এসব কথা , কিন্তু অভাবের পরিবার । সামাল দেওয়া খুব কঠিন হয়েছে । আমায় কোন রকম হেল্প করতে পারছে না ।
আমার মনটা এখন খুব চায় দুরে কোথাও হারিয়ে যেতে । যেখানে কেউ খুজে পাবে না আমায় । মনে অনেক প্রশ্ন খুরপাক খায় , সেদিন যদি ওই বন্ধু আমার আমাকে এই অনলাইন জুয়া না দেখাতে , আর আমি যদি লোভে না পড়তাম । তাহলে হয়তো আমার এরকম অবস্থা হতো না ।
যাইহোক এভাবেই চিন্তায় চিন্তায় দিন যাচ্ছে আমার ।

এই কথাগুলো বলেছিল আমাদের গ্রামের এক ছেলে । বলতে গেলে আমার থেকে বয়সে বড় । গতকাল দেখা হলে গল্প করতে করতে আমায় উপরের কথাগুলো বলে,,,। আমি তাকে কি বলবো ,কি বলে শান্তনা দিব ,কোন ভাষায় খুজে পাচ্ছিনা ।
তার কথা গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। আর এখান থেকে বুঝতে পেরেছি , অতিরিক্ত লোভ কিংবা খারাপ বন্ধুদের সঙ্গ নেয়াতে তার এমন অবস্থা ।

আসুন আমরা সবাই অনলাইন জুয়া সহ সকল জুয়া নেশাাকে না বলি ।

Sort:  

Congratulations @jianil90! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking

Support the HiveBuzz project. Vote for our proposal!