আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে তেল ছাড়া সুজির নাস্তা তৈরি। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তেল ছাড়া এই সুজির নাস্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে....
উপকরণ -
১.সুজি,
২.ময়দা,
৩.চিনি,
৪.লবন,
৫.পানি,
প্রস্তুত প্রণালী -
প্রথমে আমি একটা ব্লেন্ডার যার নিয়েছি। এরমধ্যে এক কাপ সুজি দিয়ে,এক কাপ পানি দিয়েছি, স্বাদ মতন লবণ, এক টেবিল চামচ চিনি, এখন দুই মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখন এখানে আবারও হাফ কাপ ময়দা দিয়ে,এক কাপ পানি দিব, ৩০ সেকেন্ডের মত ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার খুব ভালো একটা বেটার তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান দিয়ে, এক চামচ এক চামচ করে তিনটা নাস্তা তৈরি করে নিয়ে। মাশাল্লাহ নাস্তাটা খুবই সুন্দর হয়েছে। আর খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লেগেছে।
এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
▶️ 3Speak