@notacinephile ভাই, কপালের পরিণতি দেখে "The ballad of buster scruggs" মুভির " First time " scene সিন টা চোখে ভাসছে । 😂
@surrealfia "The infamous Nitro Event " :3
মানুষ অভ্যাসের দাস নামে একটা প্রবাদ আছে । প্রত্যাশা করার যে অভ্যাসটা, এটা কি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়না? আমার তো মনে হয় জন্মাবার পর থেকেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় ।@toushik সুন্দর ছবি ভাই ।
@mahirabdullah স্বাগতম শুরুতে । পুরো লিখাতে বার্সেলোনা লেখাটা খুজে পাইনাই দেখে মর্মাহত হলাম । 😂 আমরা ভালো করেই জানি যে স্পেন এর এই উত্থান এর পিছনের ভিত্তি টা বার্সেলোনা থেকেই গড়া হয়েছিল ।
" অল্প দিলে ভালো না
বেশি দিলে বিষ
শ্বাশুড়ি বউ রে বলে
আন্দাজ করে দিস"
এটার উত্তর কি হবে? 😄@chrysanthemum ভাই, শ্লোক যেহেতু দিলেন ই, বলেনতো যে
@artistparthoroy বরাবরের মত দারুণ ভাই ❤️
ধন্যবাদ ভাই। এক্সক্টলি, মানুষের এই অভ্যস অপরিবর্তনীয়।
ইহা কালিদাসের ধাঁধা।
উত্তরঃ লবন
মনে হয় পেরে গেছি। হা হা হা!
আমি যেটা জানি সেটা হল,
"কম দিলে যদি বদি
বেশী দিলে বিষ,
কালিদাস পন্ডিত বলে
আন্দাজ করে দিস!"
😎😇😎
বেশি সহজ হয়ে গেছে 😄 @chrysanthemum
হাহা হ্যাঁ, ও সিনটার কথা মনে হতেই পারে!
ধাধার উত্তর লবণ।
হ্যা ভাই ❤️