You wont probably find a person who does not love chicken biriyani in Indian Sub-continent. Its a bit complicated to cook chicken biriyani as you need a lot of ingredient to cook it but I am a Bangladeshi living in a foreign country where most of the ingredients can not be found. But i love to eat biriyani. So, here is the way i cook it. For me its easier this way and can cook it in half an hour or 45 minutes. So, lets start .
আসলে উপমহাদেশের খুব কম মানুষ পাওয়া যাবে যারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন না। বিরিয়ানি রান্না কঠিন কাজ কারন অনেক ধরনের মশলার দরকার পরে কিন্তু বিদেশে আসলে এত কিছু পাওয়া যায় না। তাই সবচেয়ে সহজে বিরিয়ানি রান্নার রেসিপি দিলাম । আশা করি ভাল লাগবে।
Ingredients
- one kilogram of chicken breast ( বুকের মাংস মুরগির )
- bay leaves ( তেজ পাতা )
- basmati rice ( বাসমতী চাল )
- cumin powder ( ধনিয়ার গুড়া)
- coriander powder ( জিরার গুড়া )
- potatoes ( আলু )
- onion ( পেঁয়াজ )
- garlic ( রসুন )
Process
First let us chop the meat into small pieces and then mix it with the above mentioned spices. Then put a pan on the stove. Once it is warm put some butter on it. In Bangladesh we use Ghee but its not available here in Serbia.
So, instead I use butter. Then put the chicken on the frypan and lets fry on the beautiful flavor of butter. Oh and another thing throw some bay leaves as well.মাংস ছোটছোট করে কেটে নিতে হবে এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কড়াই এ কিছু বাটার দিতে হবে। দেশে আমরা ঘি ব্যবহার করি। এরপরে মাংসটা ধেলে দিতে হবে এবং মিডিয়াম জ্বাল এ রান্না করতে হবে।
- At the same time chop some onions, green chili, garlic and green onions as well. Start cooking it with the basmati rice. Add some water and let it cook.
এই সময়ে পোলাও রান্না করে নিতে হবে। আপনি কাচামরিচ, পেঁয়াজ, রসুন এর সাথে বাসমতী চাল মিশিয়ে পানি দিয়ে আস্তে আস্তে রান্না করতে পারেন।
Once the rice is cooked, add some butter with it and let it melt into the warm rice. In the mean time fry the chicken and, some potatoes, garlic, green chilis with it. Cook it in medium heat, don't let it burn.
এই সময়ে মানসে আলু, রসুন আর কাচামরিচ দিয়ে দিতে পারেন এবং হাল্কা জালে রান্না করতে পারেন ।
Now add the cooked rice with the meat and mix it well and let it rest for a bit and serve.
এখন পোলাও এর সাথে মাংসটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পরিবেশন করুন।
That's it guys. Thanks for reading.