কথা বল- যা তুমি বলতে চাও | কবিতা

in BDCommunity7 months ago

1_DIJyygbhu3FM64jZyWapFw.png
কথা বল;
যা তুমি বলতে চাও,
সব বল যা তুমি অনুভব কর।
ভয় দূর করে,
একবার অন্তত সাহস দেখাও
কেউ হয়তো তোমার কথার অর্থ বুঝতে পারবে না,
কেউ হয়তো বলবে পাগলের প্রলাপ,
কেউ আড়ালে করবে ফিসফাস।
আর তখনই ম্যাজিক হবে!

কারণ,
কেউ কেউ তোমার কথা মনযোগ দিয়ে শুনবে,
কেউ কেউ তোমার কথার মর্মার্থ অনুধাবন করবে।
কেউ কেউ এগিয়ে এসে তোমার সারথি হবে,
বলবে, আরে ; এটাই তো আমার কথা!
একবার শুধু বলতে শিখ
তারপর আর ভয় নেই, শুধুই এগিয়ে চলা।
তখন তুমি হবে শক্তিশালী,
তোমার থাকবে নিজস্ব এক গোষ্ঠী।
যা তুমি চেয়েছো এতোদিন মনে মনে
ওঁরা একত্রিত হবে বাস্তবায়ন করতে।
শুধু একবার কথা বল,
যা তুমি বলতে চাও।
সব বল যা তুমি সত্যিই অনুভব কর।


২৭ মে, ২০২৪
নয়া দিল্লি।
এই কবিতা প্রথম ফেসবুকে প্রকাশ করেছিলাম।
ছবির উৎস