Assalamu Alaikum,
How are you friends ? Hope all is well with the infinite mercy of the great Creator. I also feel good all the time for the satisfaction of the great God. Because in all cases we should be satisfied with God.
Anyway, today I am suffering from some depression. I was thinking what to do or what to write. Why is the mind feeling bored? Why the mind does not want to write.
It is now 35 minutes past eleven. What a laziness to write. So I was sitting on the verandah drinking the open sky and wondering what can be written today.
Today the sky is very dark. Just flickering they are burning. Why there is a void in the sky. Soon I remembered that there is such a void in the sky today in the absence of the moon. Without the light of the moon comes the fullness of the light of the night sky? In the same way, can one imagine the existence of a day without the sun?
I was also thinking about day without night, day without night, river without water, tree without flowers and fruits, existence of life without air, such innumerable combinations of nature. As if the perfection of one of them does not come in any other way.
I was thinking more about this wonderful creation of Bidhata. What a strange craftsman he is. How perfect and subtle is this wonderful creation of his. The affection he gave
What a subtle distribution in Maya Mamata.
As the sun illuminates us during the day, so does the moon at night in its absence. In their absence we can realize their true value.
In the same way parents and us always try to give their all like the moon and the sun. We do not understand them in their presence but we can understand their true meaning only when they are absent from us.
I was wondering who is closest to us? Who is closest to us? Who cares most about us? Whose affection is most for us? Who always wishes us well?
I was thinking in his answer, surely in nature the sun during the day, the moon at night and then the constellations.
Among the people first the mother then the father then the other people one by one.
What is it? There is no one closer than him? So who is he?
He who has 100 percent 99 percent affection, Maya-Mamata has all the qualities including love, and has given one part of it in all his creations. How emotional life we are living in the world today with that part of Maya fascination. Have you ever wondered how much I am doing nothing in this Maya fascination of the world?
Our colorful life and dreams will one day come to an abrupt end, just as the thought that we are thinking so much today will end sooner rather than later. Take our lamp.
So I think we should think for at least some time about all our thoughts as well as about the great creator, the mystery of terror. So far today. I said goodbye here wishing everyone well.
God bless you
আসসালামু আলাইকুম,
কেমন আছেন বন্ধুগণ ? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম দয়ায় সবাই ভাল আছেন। আমিও সব সময় ভালো অনুভব করি মহান বিধাতার সন্তষ্টির লক্ষ্যে। কেননা সর্বাবস্থায় আমাদের বিধাতার প্রতি সন্তুষ্ট থাকা উচিত।
যাই হোক আজ কেন যেন কিছুটা বিষন্নতায় ভুগছি । কি করব কি লিখব তা ভাবছিলাম । কেন যেন মনটা উদাস উদাস ভাব। কেন যেন লিখতে মন চাচ্ছে না।
ঘড়ির কাঁটায় এখন এগারটা বেজে 35 মিনিট। লিখতে যেন কেমন একটা অলসতা কাজ করছে। তাই বারান্দায় বসে খোলা আকাশ পানে চেয়ে ভাবছিলাম আজ কি লিখা যায়।
আজ আকাশটা ভীষণ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে । শুধু মিটিমিটি তারা জ্বলছে। কেন যেন আকাশ পানে একটা শূন্যতা বিরাজ করছে । পরক্ষনেই মনে পড়ল আকাশে আজ চাঁদের অনুপস্থিতে এমন শূন্যতা বিরাজ করছে। চাঁদের আলো ছাড়া কি রাতের আকাশের আলোর পূর্ণতা আসে ? ঠিক তেমনি সূর্য ছাড়া কি দিনের অস্তিত্ব কল্পনা করা যায় ?
আরো ভাবছিলাম দিন ছারা রাত, রাত ছাড়া দিন, জল ছাড়া নদী, ফুল ও ফল ছাড়া গাছ, বায়ু ছাড়া প্রাণের অস্তিত্ব এরকম অগণিত প্রকৃতির মেলবন্ধনের কথা। যেন তাদের একটি ছাড়া অন্য টির পূর্ণতা কোন ভাবে আসে না।
আরো ভাবছিলাম বিধাতার এই অপরূপ সৃষ্টি নিয়ে। কি আজব কারিগর তিনি। কতইনা নিখুঁত ও সূক্ষ্ম তার এই অপরূপ সৃষ্টি। তার দেয়া স্নেহ
মায়া মমতার মধ্যে কতই না সূক্ষ্ম বন্টন।
দিনের বেলায় যেমন সূর্য আমাদেরকে আলোকিত করে রাখে, তার অনুপস্থিতে রাতের বেলায় চাঁদ যেমন তার সর্বস্ব আমাদেরকে বিলিয়ে দেয়। তাদের অনুপস্থিতে তাদের প্রকৃত মূল্য আমরা অনুধাবন করতে পারি।
ঠিক সেইভাবে পিতা-মাতা ও আমাদেরকে চাঁদ ও সূর্যের মতো সর্বদা তাদের সর্বস্ব বিলিয়ে দিতে চেষ্টা করে। তাদের উপস্থিতিতে আমরা তা বুঝতে পারিনা কিন্তু তাদের প্রকৃত মর্মার্থ আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন তারা আমাদের মধ্যে অনুপস্থিত থাকে।
আরো ভাবছিলাম কে আমাদের সবচেয়ে বেশি আপন ? কে আমাদের সবচেয়ে বেশি কাছের? কে আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে ? কার স্নেহ মায়া-মমতা আমাদের জন্য সবচেয়ে বেশি ? কে আমাদের জন্য সর্বদা মঙ্গল কামনা করে ?
তার উত্তরে ভাবছিলাম, নিশ্চয়ই প্রকৃতির মধ্যে দিনের বেলায় সূর্য রাতে চাঁদ তারপরে তারকামন্ডলী।
মানুষের মধ্যে প্রথমে মা তারপর বাবা তারপর একে একে অন্যান্য মানুষজন।
আসলে কি তা ? তার চেয়েও আরো কাছের কি কেউ নেই ? তাহলে কে তিনি ?
যার কাছে রয়েছে 100 ভাগের 99 ভাগ স্নেহ মায়া-মমতা ভালোবাসা সহ সকল গুণাবলী, আর তার থেকে এক ভাগ বিলিয়ে দিয়েছেন তার সকল সৃষ্টির মধ্যে। সেই একভাগ মায়ার মোহ নিয়েই আমরা আজ পৃথিবীতে কত আবেগপ্রবণ জীবন যাপন করছি। পৃথিবীর এই মায়ার মোহে পড়ে কত কিছুই না করছি তা কি কখনো ভেবে দেখেছি ?
আম আকাশ পানে চেয়ে আজ যে এত কিছু ভাবছি সে ভাবনা যেমন পরক্ষনেই শেষ হয়ে যাবে ঠিক তেমনি আমাদের রঙিন জীবন ও স্বপ্ন একদিন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। নিবে যাবে আমাদের প্রদীপ বাতি।
তাই আমরা আমাদের যাবতীয় ভাবনার পাশাপাশি মহান সৃষ্টিকর্তাকে নিয়ে, ত্রাস সৃষ্টির রহস্য নিয়ে অন্তত কিছুটা সময় ভাবা উচিত বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ
Congratulations @mahmudahares1979! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!