শুভ অপরাহ্ন।
গত সপ্তাহে আমরা হঠাৎ করেই বাংলাদেশের শেষ সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গিয়েছিলাম।আমাদের মূল উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা।সেজন্য আমি আমার কয়েকজন বন্ধু দের নিয়ে হিমালয় কন্যা খেত,পঞ্চগড়ে গিয়েছিলাম।
ভোরবেলায় নাকি আকাশ একদম পরিষ্কার থাকে,এজন্য আমরা ভোরবেলাতেই বেরিয়ে পরেছিলেন বিশ্বের সর্ব বৃহৎ পর্বতশৃঙ্গ গুলোর একটি কাঞ্চনজঙ্ঘা দেখতে।
আমাদের পরিকল্পনা ঠিক মতোই কাজ করছিল।সেদিন আকাশ একদম পরিষ্কার ছিল।আকাশ পরিষ্কার থাকা সত্যেও আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই নি,হয়তোবা সেটি আমাদের কপালেই ছিল না।সেখানকার লোকেরা বলছিল হিমালয় পর্বত দেখতে পেতে হলে আকাশ একেবারে নীল হতে হবে।সেদিন আকাশটা তত খানিও নীল ছিল না।মন্দ ভাগ্য কে সাথে নিয়েই সেদিনটা কেটেছিল বড় কষ্টে।
![