পেন্সিল স্কেচ

in BDCommunity4 years ago (edited)

আসসালামু আলাইকুম। ছবি আকতে আমার অনেক ভালোলাগে। রংতুলিতে রাঙিয়ে দেওয়া সবকিছুই সুন্দর, তবে পেন্সিল স্কেচও অন্যরকম সুন্দর। আমার মামাতো বোনটা আমাকে একটি মেয়ে পুতুল একে দিতে বলেছিলো, অর জন্য একেছি। সবার অবস্যই ভালোলাগবে।

IMG_20210430_204402.jpg

IMG_20210428_213454.jpg

আঁকার পদ্ধতি


এটায় আমি সুধু পেন্সিল আর রাবারই ব্যাবহার করবো। প্রথমে মাথার অংশটুকু একে নিয়েছি।

IMG_20210428_203228.jpg

এরপর নিচের কাঠামো আকঁবো।

IMG_20210428_203824.jpg

IMG_20210428_210811.jpg

এরপর বর্ডারলাইন গুলি পেন্সিল দিয়ে গারো করে দেবো।
IMG_20210428_213454.jpg

Sort:  

Hi marzana,

This post has been upvoted by the Curie community curation project and associated vote trail as exceptional content (human curated and reviewed). Have a great day :)

Visit curiehive.com or join the Curie Discord community to learn more.