যার যার ধ্বংস তার তার হাতে।।।
সব কিছুর মূল কথা এই একটাই।
এই স্যোসাল এক্সেপটেন্স নামক ব্যাধি থেকে সবাই নিজেকে মুক্ত করে নিজ নিজ ইন্টারেস্টের জায়গাটা বিকাশে শ্রম দিলে হয়তো চিএটা অন্যরকম হতো। ভালো লিখেছেন।
আমরা সবাই এগুলো জানি কিন্তু মানি না, রিসেন্টলি Voice Of Dhaka এর আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে একটা ভিডিও বেশ জনপ্রিয় হয়েছিল, দেখেছেন? Watch if you haven't. ৯৯% মানুষই ভিডিওটির যে মূল কথা তা জানে, হয়তো ভিডিওটি দেখার সময় মনে মনে দুইটা করে গালিও দিয়েছে তারপর দেশের শিক্ষাব্যবাস্থায় মায়া দেখিয়ে একটা স্যাড রিয়্যাক্ট তারপর? তারপর স্ক্রল করে নেক্সট কোনো একটা সোশ্যাল মিডিয়া স্প্যাশাল ক্রিঞ্জি ভিডিও শুরু, আগের ভিডিও এর রেষ সেখানেই শেষ। That's how everything grows.