আবৃওি টি শোনার সময় বারবার শুধু একাডেমিক বইয়ের এই পৃষ্ঠাটির কথা মনে পড়ছিল। কোন শ্রেণীতে পড়েছিলাম সেটি খেয়াল নেই তবে কবিতাটি সেই তখন থেকেই মনের মধ্যে গেথে আছে।
আজ আপনার (@deepu7) মুখে লাইনগুলো শুনে সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল।
ক্ষমতা মানুষকে কখনো কখনো অন্ধ ও নির্দয় বানিয়ে তুলে।যার ফলে বর্তমান সমাজ আজ তার নির্মম পরিণতির সম্মুখীন হচ্ছে। আবৃত্তিটি বেশ ভালো হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই। আপনাদের জন্যই আবৃত্তিতে আবার ফেরত আসা, আপনাদের যদি ভালো লাগে তাহলেই সেটা আমার সার্থকতা।