ভাই এই ছবিগুলো দেখে সত্যিই কষ্ট লাগছে। কতটা নিরুপায় হলে মানুষজন এভাবে যাতায়াত করে। আরে ভাই ট্রাক দিয়ে যে গরুগুলো নিয়ে যায় সেগুলোও অন্তত এর চেয়ে আরামে যেতে পারে। জীবিকার তাগিদে করোনার ভয় কিংবা শারিরীক কষ্ট সব আজ উধাও।
ভাই এই ছবিগুলো দেখে সত্যিই কষ্ট লাগছে। কতটা নিরুপায় হলে মানুষজন এভাবে যাতায়াত করে। আরে ভাই ট্রাক দিয়ে যে গরুগুলো নিয়ে যায় সেগুলোও অন্তত এর চেয়ে আরামে যেতে পারে। জীবিকার তাগিদে করোনার ভয় কিংবা শারিরীক কষ্ট সব আজ উধাও।
আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তাদের মাথায় কি এতটুকুও বিবেক বুদ্ধি নেই যে যানবাহন বন্ধ রাখে শিল্প কারখানা খুলে দেওয়া। এটা মানুষদের সাথে শ্রমিকদের সাথে তামাশা করা হচ্ছে। নিষ্ঠুরতা সীমা ছাড়িয়ে গেছে। এতোদিনের লক ডাউন তাহলে কেন দেওয়া হল। বাস ট্রেনের ডাবল ভাড়া সিঙ্গেল সিট কেন দেওয়া হল যদি লক ডাউনের মত্যেভাবেই তাদের যেতে হবে। তাহলে কেন ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবস্যায়ীদের ব্যবস্যা নষ্ট করা হল।
উদ্ভট সব সিদ্ধান্ত নিচ্ছে। এইদিকে আমরা সাধারণ জনগণও সাস্থবিধি মেনে চলার ব্যাপারেও উদাসীন। কঠোরভাবে সাস্থবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা গেলে লকডাউন ও কিছুটা শিথিল করা যেত ব্যাবসা বাণিজ্যগুলো ও তাদের ক্ষতিগুলো কিছুটা পুষিয়ে নিতে পারতো।
উদ্ভট সিদ্ধান্ত নেওয়ার কারণটা দেখতে হবে। জাতীয় সংসদ সদস্যের ৬০ জনের অধিক সদস্যের গার্মেন্টস রয়েছে। আর সিদ্ধান্ত তারাই নেয়।
হাহাহা, উনাদের কথা তো বলেই শেষ করা যাবেনা। 🤣
একেকজন সেই মাল।