তাহলে আমাদের মনের ভেতরকার সুপ্ত দুষ্ট ব্যাক্তিটা কে?
আমাদের নিজেদেরই একটা ছোট্ট অংশ, ভালো মন্দের জ্ঞান তো আছেই তাও মাঝে মাঝে খারাপ কাজগুলোর দায়বার আমাদের নিজেদেরই নিতে হবে। খুব বেশি হলে নিজেদের ভেতরকার শয়তানের কাঁধে চাপিয়ে আমি ভালো মানুষ এইটুকু বলা যায়। 🤭
এহাই তো আসল প্রশ্ন মিনহাজ। শয়তানের ওপর ভুল চাপিয়ে দেয়া সহজ।