জীবন সুন্দর

in BDCommunity3 years ago

সমস্যা জীবনের একটি অংশ। পৃথিবীর কেউ বলতে পারবেনা আমার জীবনে সমস্যা নেই। একেকজনের একেক রকম সমস্যা। একেকজনের চাওয়া একেক রকম । একজনের চাহিদা একেকরকম ।একজনের অভাবে একেক রকম।

" এই জীবন যেন সমস্যার নীর,
একটা সমস্যার সমাধান না হতেই আরেকটা হাজির,
‌ হায়রে জীবন, সমস্যা তোর এতোই আপন,
কেই বা করিবে সমস্যার যতন।"

IMG20220323090947.jpg

জীবন খুবই সুন্দর ভাবে চলছে। জীবন সুন্দর ভাবে চলছে বলতে বোঝাচ্ছি আমি সবসময় হাসিখুশি থাকি এবং এটাই জীবনের সার্থকতা। সবকিছুর মূলেই নিজের শান্তি। আমি বর্তমানে একটি মাঝিবিহীন নৌকার মধ্যে আছি। মূলত বয়সটাই এরকম। এখন আমি চাইলেই যে কোন কিছুই খুবই সুন্দর ভাবে উপভোগ করতে পারি। তবে ভবিষ্যত ভাবলে চিন্তায় পড়ে যাই। জীবনটাকে উপভোগ করা উচিত। সকল সমস্যা সমাধান করে জীবনটাকে সুন্দর বানানো উচিত।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

আমিও মাঝিবিহীন নৌকায় ঘোরাঘুরি করি মিনহাজ ভাই। মাঝে মধ্যে ঝড়ের তান্ডবে বেশ ভয়ই লাগে, তবুও আপেক্ষিক ভাবে জীবন বেশ মজার।

ভাই আমি আপনার থেকে অনেক ছোট,ভাই বলা‌ লাগবেনা নামের শেষে। হ্যাঁ ভাই আপেক্ষিক জীবনটাই ভালো।