লোভ মানুষকে অন্ধ করে ফেলে। এটা তার একটা বড় প্রমাণ। লোভীদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। যদি তাদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব থাকত তাহলে সামান্য একটা লাইট চুরির মতো ঘৃণ্য কাজে জড়াত না, যেখানো লাইটটি লাগানো হয়েছে রাত্রীতে মানুষের যাতায়াত সুবিধার জন্য
বিবেক জাগ্রত হোক মানুষের এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে