আমার ভালবাসার প্রিয় ক্যাম্পাস😍

in BDCommunitylast month

প্রিয় ক্যাম্পাস🤗

ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি ৩২

কিছুদিন আগে আমি আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট এ ঘুরতে গিয়েছিলাম। আমি আমার ক্যাম্পাসের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

CategoryPlacephotography
Photographer@sagarray (Sagar Ray)
SettingsAuto
CameraSamsung M30S (Triple Camera)
Size48MP
Dimensions4000×3000
LocationBangladesh

181425582_4070108589721251_3475370824563063868_n.jpg
৬ তালার এই লবি টা এখন খুব ভুতুড়ে লাগে
ফ্যাকাল্টি রুমের সামনে আজ আর কেউ দড়িয়ে নেই।

181049695_4070108823054561_1974570214022369571_n.jpg
ল্যাব রুমে ক্লাস থাকলে এই দুইটা সিড়ি তে দাড়ানোর যায়গা থাকত না।
আজ অনেক দিন হয়তো এখানে কারো পায়ের ধুলো পরে না।

181111722_4070109236387853_6069090566871737491_n.jpg
আহা ফাকা ক্লাস রুম।

181337180_4070109509721159_3949230561483428299_n.jpg
প্রিয় এপোলো ল্যাব।

180899740_4070109729721137_5527308191540122617_n.jpg

181499986_4070109986387778_2221097314892541820_n_1_.jpg
এই লাউঞ্জে এখন আর কেউ এসে বলে না আস্তে কথা বলেন
আপনাদের চিল্লা চিল্লি পাশের রুমে শুনা যাচ্ছে।
এখন পিন ড্রপ সাইলেন্ট কান পাতলে আসবাব পত্র গুলোর আক্ষেপ ও শুনতে পারবেন।

181875577_4070110219721088_6742105876196735973_n_1_.jpg
জীবনের প্রথম এই মিররের সামনে দড়িয়ে আবিস্কার করছিলাম আমাকে দেখতে সুন্দর লাগতেছে আর আমি দেশের জন্য কিছু করি নাই 😒😒

181055778_4070110486387728_5834553349072244072_n.jpg
আহা ভড় লাউঞ্জ 😭😭

181055768_4070111113054332_36206277095945256_n.jpg
এই রাস্তাটা দিয়েই প্রতিদিন হেটে যেতাম

180957222_4070111439720966_977938132271167797_n.jpg
পারভেজের দোকান বলতে এখন আর কিছু নেই এখানে।

181291800_4070111896387587_3298848273608538883_n.jpg
এই রাস্তাটাতে মনে হয় সহস্র বছর পরে এলাম।

180505448_4070112109720899_2775279984124084329_n.jpg
ভার্সিটি জীবনের ৭ বছরে অনেক বার চেষ্টা করছি জনশুন্য একটা ছবি তুলবো এইখানে, পারি নাই।
আর আজ অপেক্ষা করছিলাম কেউ কি আসবে?

ক্যাস্পাসটা যেন একাকীত্ব বোধ করছে প্রচন্ড রকমের। চারদিকে নিস্তব্ধতায় ক্যাস্পাসটা একটা ভুতুড়ে অবস্থার রূপ নিচ্ছে। ক্যাস্পাস আমাকে দেয় আধ্যাত্মিক প্রশান্তি।
সবশেষে বলতে হবে আমার ভালবাসার প্রিয় ক্যাম্পাসকে আমি মিস করি প্রতিনিয়ত।

সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।🧡