দেড় বছর ধড়ে করোনার সংক্রমণ ৷ দিন আনে দিন খায় মানুষের জীবনের দুর্বিষহ দিনও দেড় বছর অতিক্রম করছে !!
একবার লকডাউন , একবার কঠোর লকডাউন , একবার সীমিত লকডাউন আর শেষমেশ সাটডাউন !! কোনোটাই কাজ হয়নি ! কাজ হয়নি কারণ আমরা উন্নত দেশ না , আমরা পারিনি সকলের ঘরে পর্যাপ্ত খাবার এর যোগান দিতে ! তাই দিন আনে দিন খায় মানুষগুলো বের হয়েছে ঘর থেকে , তাদেরকে বের হতে হয়েছে !! দুমুঠো খাবারের জন্য বাহিরে কাজ করতে বের হয়ে তারা পুলিশের মার খেয়েছে ! তবুও তারা কাজের সন্ধানে লকডাউন কিংবা সাটডাউন যাই বলেন না কোনো সব উপেক্ষা করে বের হয়েছে !! কারণ খুদা কোনও ভাইরাস চিনে না !
image
মানুষ পেটের টানে লকডাউন উপেক্ষা করে ঘর থেকে বের হচ্ছে কাজ খুঁজতে ! না খেয়ে মরার থেকে তারা করোনার দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাকে উত্তম মনে করছে ! তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু কাজ নেই ! কারণ সাটডাউন সব বন্ধ !!
পোশাক শিল্প বন্ধ রাখতে পারছে না কারণ তাদের জরুরি ডেলিভারী দিতে হবে ৷ সময় মতন ডেলিভারী না দিলে মালিকের ক্ষতি তো বটেই দেশের ক্ষতি ! দেশের উপর একটা নেতীবাচক ধারণা জন্মাবে !! তাই অগত্যা সরকারকে পোশাক শিল্প খোলা রাখতেই হচ্ছে ৷ যারা গার্মেন্টস কর্মী তাদেরকেও বের হতে হচ্ছে ৷ সাটডাউন সফল হয়নি ! কারণ আমরা উন্নত দেশনা ৷ আমরা পারিনা আমাদের শতভাগ মানুষকে পনেরো দিনের জন্য বসিয়ে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিতে ৷
সামনে ঈদ ,তাই শিথিল করে দেওয়া হয়েছে সাটডাউন ৷ গণপরিবহন চলবে ! অনেকেই আমরা ভাবি এটা ভুল !! কিন্তু আমরা ভুলে যাই রোজার ঈদে গণপরিবহন বন্ধ থাকার পরও মানুষ বাড়ি গেছে !! আর পদচালিত হয়ে মারাও গেছে অনেকে !! লকডাউন এর শিথিলতা সময়ের উপযোগীও ছিল বটে !!
আমরা জাতি হিসেবে ব্যর্থ ৷ আমরা উন্নয়নশীল দেশ হয়েছি বটে কিন্তু এখনও আমাদের দেশের শতভাগ মানুষ তিনবেলা খাবার পায় না ! সরকারকেও ভাবতে হয় সব মানুষকে নিয়ে আর তার জন্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার !! যাদের ঘরে খাবার মজুদ আছে তাদের এক দল বলে সাটডাউন দিতে আর যাদের ঘরে খাবার মজুদ নেই তারা লকডাউন এর বিপক্ষে ৷ সরকার কিংবা উপরমহল যাই বলিনা কেনও তাদের কে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয় , আর তাই এক দলকে অভুক্ত রেখে সা ডাউন দেওয়া আমাদের মতন উন্নয়নশীল দেশে সম্ভব নয় !!
পেটে দায় বড় দায় আর তাই হয়তো মানুষ করোনাকে ভয়না করে খুদার যন্ত্রণাকে ভয় করে ! আর তাদের আর্তনাদ উপর মহলকেও সিদ্ধান্ত হীনতায় ফেলে দেয় !! তাই পূর্ণ রূপের সাটডাউন আমাদের দেশে সম্ভব হয়নি ৷
হয়তো ঈদ এর ছুটির সাথে আরো দশ দিন যোগ করে সব বন্ধ রাখবে এবং সেটাই হবে বুদ্ধিমানের কাজ, ভালো দিনের প্রত্যাশায় রইলাম!
Thanks for your time and I hope you enjoyed my post!
You can also find me on :
3speak
Youtube
Twitter
wow your blog is creative