হ্যালো বন্ধুরা,,,,,
আশা করি সবাই ভালো আছেন ।আমি আল্লার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে আমার একটি প্রিয় গান শেয়ার করতেছি। আশা করি সবাইকে ভালো লাগবে। গানটি হলো :বলতে বলতে চলতে চলতে।
ভিডিও লিংক:
সঙ্গীত | ইমরান মাহমুদ |
---|---|
অ্যালবাম | বলতে বলতে চলতে চলতে |
লেখক | শফিক ক্রিম |
লিরিক্স:
বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !
চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।
তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে,
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ? - ২
বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !
মেঘের খামে আজ তোমার নামে-
উড়োচিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম - ২
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !
মন অল্পতে- প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুলত্রুটি-আবেগী খুনসুটি,
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে - ২
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে...
বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !
চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।
তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ? - ২
বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।
redactedfalse positive