আসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ কে আমি আমার প্রিয় লেখক নিয়ে আলোচনা করব।আশা করি সবাইকে ভালো লাগবে। আমার প্রিয় লেখক হলো "উইলিয়ম শেকসপিয়ার"।
উইলিয়াম শেকসপিয়ার
বিশ্বের ইতিহাসে উইলিয়াম শেকসপিয়ার এক বিস্ময়। সর্ব কালের সর্বশ্রেষ্ঠ নাট্যকর।যার সৃষ্টি নিয়ে এত বেশি আলোচনা হয়েছে,তার অর্ধেক অন্যদেরকে নিয়ে হয়েছে কি না সন্দেহ।
জন্মস্থান
ইংল্যান্ডের ইয়াকশায়ারের অন্তগত এভন নদীর তীরে স্ট্রীটফোড শহরে এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৫৬৪ খ্রীস্টব্দে ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতার জন শেকসপিয়ারের মা ছিলেন আরডেন পরিবারের সন্তান।
শেকস্ পিয়ার " As you like it" নাটকে মায়ের নামকে অমর করে রেখেছেন।
বিবাহ কাল
১৮ বছর বয়সে উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন,তার চেয়ে ৮ বছরের বড় এ্যানি হাতওয়েকে।বিয়ের কয়েক মাসের মধ্যে তার স্ত্রীর এক কন্যা সন্তান জন্ম দেন।তার নাম রাখা হয় সুসানা।এর দু বছর পর দুটি যমজ সন্তানের জন্ম হয়।ছেলে হ্যামলেট এক বছর বেঁচে ছিল।
জীবন কাল
সংসার চালানোর জন্য তাকে নানান ধরনের কাজ করতে হতো।একবার খুদার জালায় স্যার টমাসের একটি হরিনকে হত্যা করেন।গ্রেফতারি পরোয়ানায় চলে আসেন লন্ডনে।
অপরিচিত শহরে কাজের জন্য ঘুরতে ঘুরতে পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হন।নাট্যজগতের সাথে এই প্রত্যখ পরিচয় তার অন্তরের সুপ্ত প্রতিভা ধীরে ধীরে অষ্কুরিত করে তোলে।
নাট্য জগতে কাজ কারতে করতে তার মনে হলো, লোকেদের মন ভালো করতে হলে ভালো নাটকের একান্তই কাম্য।
তার নাটক রচনা লেখার সুত্র পাত ১৫৯১ থেকে ১৫৯২ সাল।
এই সময় তিনি রচনা করেন তার ঐতিহাসিক নাটক "হেনরি V1"-এর তিন খন্ড।নাটক রচনার ক্ষেত্রে এগুলো যে তার হাতের খরি তা সহজেই বোঝা যায়। তার পরের বছরেই " রিচার্ড থ্রি" লেখেন।
১৫৯২ সালে ইংল্যান্ডে ভয়াভয় "প্লেগ রোগ" দেখা দিয়েছিল। যা আমাদের দেকায় "করোনা " বা " কোভিড ১৯" মতো।তখন প্লেগ রোগ হওয়া মানে মৃত্যু। দলে দলে মানুষ শহর চেরে পালাতে শুরু করে।।অনিবার্য ভাবে তার রঙ্গশালা বন্ধ হয়ে যায়।তখব তিনি রচনা করলেন দুটি কাব্য,
★ভেনাস ওঅ্যাডোনিস ;
★দি রেপ অফ লুত্রি।
তার এই কাব্য গুলো সারা বিশ্বের ছড়িয়ে পড়েছিল।বিভিন্ন নাটকের দল তাকে দলে নেওয়ার জন্য আমন্ত্রণ করেছিল। তিনি১৫৯৪ সালে লড চেম্বারলিনের নাটক দলে যোগদান করেন।
সে সময় থেকে তার হাতে বের হতে থাকে এক অবিস্মরণীয় নাটক!!
★টেমিং অফ দি সু;
★রোমিও জুলিয়েট;
★মারচেন অফ দা ভেনিস;
★হেনরি ফোর;
★জুলিয়াস সিজার;
★হ্যামলেট;
★ওথেলো
তার শেষ নাটক রচনা করেন "হেনরি এইট" ১৬১৩ সালে।
শুধু নাটক নায়,কবি হিসাবেও তিনি পৃথিবীর কবিদের অন্যতম।তিনি দুটি কাব্য ও ১৫৪ টি সনেট রচনা করেন।
উইলিয়াম শেকসপিয়ার ভেনাস ও অ্যাডোনিস কাব্যটি আমাকে ভালো লেগেছে
★কাব্যটির কিছু কথা:-
তার প্রথম কাব্য "ভেনাস ও অ্যাডোনিস"। মানুষের অন্তরের দেহগঠনের যে কামনা জন্ম তার প্রকাশ ঘটেছে " রেনেসাঁ উত্তর পর্বে।
দেহের সৌন্দর্য প্রতি আকাঙ্ক্ষা ঘটেছে "ভেনাস ও অ্যাডিসনে।কিশোর অ্যাডোনিসের সৌন্দর্যে মুগ্ধে ভেনাস। তার যৌবনে রক্তের স্পন্দন।সপ সমস্ত মন প্রাণ দিয়ে পেতে চায় অ্যাডিসনকে।পৃণ করতে চায় তার দেহের মনোবাসনা।কিন্তু পুরুষ কি শুধুই নারীর দেহের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি পেতে পারে? সে যেতে চায় বন্য বরাহ শিকার করতে।চমকে উঠে ভেনাস।মনের মধ্যে জেগে ওঠে কোনো বিপদ হয় যদু তার প্রিয়তমার তাই বলে উঠে---
বরাহ.... সে যখন ত্রুদ্ধ হয়
তার দুই চোখে জ্বলে উটে জোনাজির মতো
যেখানে সে যাক তার দীর্ঘ নাসিকায়
সৃষ্টি করে করব।......
যদি সে আমাকে কাছে পায়
উৎপাদিত তৃণের মতোই
উরে আনবে তোমার সৌন্দর্য।
তবুও চলে যায় অ্যাডিসন।দুভাগ্য, তার বণ্য বারাহপর হিংস্র আক্রমণে ছিন্ন হয় তার দেহ।হাহাকার করে উঠে ভেনাস।প্রিয়তমার মৃত্যুর বেদনায় সমস্ত অন্তর রক্তাক্ত হয়ে উঠে।
প্রধান নাটক ও কাব্য
রচনা কাল অনুসারে শেকসপিয়ারের নাটকগুলিকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের বিস্তারিত ১৫৮৮ তেকে১৫৯৫ সাল পযন্ত।এই পর্বের উল্লেখযোগ্য নাটক হলোঃ-
★রিচাড থ্রি;
★কমেডি অফ এররস;
★টেমিং অফ দি শ্রু ;
★রোমিও জুলিয়েট।
১৫৯৬ তেকে১৬০৮। এই সময় রচিত রয়েছে তার শ্রেষ্ঠ চার খানি ট্রাজিটিঃ-
★হ্যামলেট;
★ওথেলো;
★কিং রিয়েল;
★ম্যাকবেথ।
শেষ পর্বে যে পাঁচ খানি নাটক রচনা করেন, তার মধ্যে দুইটি অসমাপ্ত আর তিন খানি সমাপ্ত।
শেকসপিয়ার এর নাটকগুলির মধ্যে রয়েছে ঃ-
★কমেডি ;
★ট্রাজিটি;
★ঐতিহাসিক নাটক;
★রোমান্ঞ।
উল্লেখযোগ্য কমেডি হলো:-
★লেবার লস্ট
★দি টু জেনটালম্যান অফ ভেনোরা
★কমেডি অফ এররস
★এ মিড সামার নাইটস ড্রিম
★অ্যাজ ইউ লাইক ইট
★ম্যাচ অ্যভো অ্যাবাউট নাথিং টয়েলফত নাইট
মৃত্যু কাল
একদিন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে প্রচুর মদ্য পান করেন।শীতের রাতের পথেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।আর সুস্থ হয়ে উটেনি শেকসপিয়ার। তিনি ১৬১৬ সালে২৩ এপ্রিল (দিনটি ছিল তার ৫২ তম জন্ম দিন)তার মৃত্যু হয়।
সম্পূর্ণ লিখাটি কি আপনার নিজের থেকে লেখা নাকি অন্য কোথাও হতে কপি করা?
দুটি জায়গায় হুবহু সেইম লিখাটি পাওয়া গিয়েছে এবং উভয় জায়গায় ই লেখকের নাম আপনার নামের সাথে মিল নেই। বিষয়টি একটু ক্লিয়ার করে দিবেন আশা করছি।হ্যালো @nahid02 ,
১) লেখকের নাম @ebrahim2021 পাবলিশ করা হয়েছে এপ্রিল ১২,২০২১ http://15.165.107.144/posts/@ebrahim2021/my-favorite-writer-william-shakespeare-13-04-2021
২)লেখকের নাম @raiyan02 পাবলিশ করা হয়েছে ৯ দিন আগে https://blog.nutbox.io/@raiyan02/my-favorite-writer-william-shakespeare-by-raiyan02
ভাই এটা আমি নিজে লিখেছি । আর আমার নাম হলো মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ।@ebrahim2021 আমার আইডি ।
কিন্তু ভাই @raiyan02 কে আমি চিনি না।
যদি সেটা আপনার লিখা হয়ে থাকে তাহলে কোনোভাবে তার প্রমাণ দিতে হবে। আপনি কমিউনিটি সার্ভারে এসে মেসেজ দিয়েন এ বিষয়ে।