পরিস্থিতির স্বীকার

in BDCommunity4 years ago

বাস্তবতা বড়ই কঠিন বিপদের সময়ে তা উপলব্ধি করা যায়। মানুষ মানুষের জন্য এই গানের কথাটির এখন কোন মূল্য নেই। যখন পুরো পৃথিবী বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আর আমরা দুয়ার বন্ধ করে বসে আছি। শুধু নিজেকে নিয়ে ভাবছি।এই কথা গুলো বলার কিছু কারণ আছে। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে করোনা রোগীর লাশ ফেলে রেখে স্বজনরা পালিয়ে যাচ্ছে।

The reality is that it can be realized in times of great danger. The words of this song have no value now for the people. When the whole world is in danger. And we are sitting with the door closed. Just thinking about myself. There are some reasons to say these things. For the past few days, it has been heard that the relatives are fleeing leaving the body of Corona patient.

5e7cdd14d654a.jpeg

source

শুধু এটাই নায় ফেনীর এক ব্যবসায়ী জ্বর -সর্দি হলে তার পরিবার তাকে এটকা রুমে বন্ধ করে রাখে। তাকে কোন খাবারও খেতে দেয়নি। অবশেষে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর ও কেও দেখতেও আসে নি। আমি অনেক অবাক হলাম রংপুরের লালমনিরহাটের এক মেয়ের মৃত্যুতে। সেই মেয়ে গার্মেন্টস এ চাকরি করতো। ট্রাকে করে রংপুরে আসতেছিল। হঠাৎ করে ট্রাকেই তার মৃত্যু হয়।

Not only this, when a businessman from Feni contracted fever and cold, his family locked him in this room. He was not allowed to eat any food. Eventually died of a heart attack. Then no one came to see him. I was very surprised at the death of a girl from Lalmonirhat in Rangpur. That girl used to work in garments. He was coming to Rangpur by truck. He died suddenly in the truck.

গাড়িচালক বুঝতে পেরে মেয়েকে রংপুরের তাজহাটে ফেলে রেখে যায়। পুলিশ জানতে পেরে লাশটাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরিবারের খোঁজ মিললে তার বাবা থানায় আসে লাশ নিতে হয়। শুনলে অবাক হবেন তার বাবা এক ড্রাইভারকে ৫০০০ টাকা দিয়ে মেয়ের লাশ কোথায় দাফন করতে বলে।

The driver realized and left the girl at Tajhat in Rangpur. When the police found out, they took the body for autopsy. When the family was found, his father came to the police station to collect the body. She would be surprised to hear that her father asked a driver for 5,000 rupees to bury her body.

আর সেই ড্রাইভার তিস্তা নদীতে সেই লাশ ফেলে দিলে। ২ দিন পর আসে পাশের মানুষেরা সেই লাশ দেখতে পেরে পুলিশকে খবর দেয়। ২ বারের পর ও লাশ দাফন হচ্ছে না। এটাই আমাদের মানবতার দৃশ্য। সারাজীবন যাদের জন্য পরিশ্রম করেছে বিপদের সময় তাদের পাশে পাচ্ছে না।

And the driver threw the body in the river Teesta. Two days later, the people next door saw the body and informed the police. The body is not being buried after 2 times. This is the view of our humanity. Those who have worked hard all their lives are not getting by their side in times of danger.

এই মহামারি আমাদের আসল পরিচয় তুলে ধরলো। আমাদের বিবেক বুদ্ধি কতটা লোপ পেয়েছে সেটা ভাবতেই লজ্জা লাগে। এই নির্মম পরিস্থিতির স্বীকার আর কেও যেন না হয়। তারপরও আমার থেমে নেই। আমাদের দেশে অধিকাংশ মানুষই নিম্ন ও মধ্য আয়ের।

This epidemic revealed our true identity. It is a shame to think about how much our conscience has been lost. Let no one else accept this cruel situation. Even then I don’t stop. Most of the people in our country are low and middle income.

poverty_121999_730x419.jpg

source

দু মুঠো খাবারই খেতে পারে না আর বাস ভাড়া বৃদ্ধি হয়েছে ৮০%। বাহ করোনা শুধু বাংলাদেশেই হয়নি সারা বিশ্বই করোনার প্রভাব পড়েছে । আসা করছি সরকার ভাড়া বৃদ্ধি না করার জন্য পদক্ষেপ নিবে। আমরা তো এ দেশের নাগরিক তাহলে কেন এত অসচেতনতা। দিন দিন দেখছি সবায় দোকানপাটে গিয়ে শপিং করছে।

Can't eat two handfuls of food and bus fare has increased by 80%. Wow, Corona has affected not only Bangladesh but the whole world. I am coming, the government will take steps not to increase the rent. We are citizens of this country then why so much unconsciousness. Day by day I see everyone going to the shops and shopping.

আরে কিছু সাহায্য যদি অসহায় মানুষদের করা হয় তাহলে সেটা তো আর মন্দ নয়। আর যাই বলি আমি আর নিজেই বা কি করেছি। কোথায় করোনায় কেউ আক্রান্ত হলে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হত। আর এখন শুনতে পাওয়া যাচ্ছে যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে তাদের প্লাজা দিলে করোনা রোগীদের সুস্থ হওয়ার সম্ভবনা আছে।

Hey, if some help is given to helpless people, then it is not bad anymore. And whatever I say, I did it myself or what. If anyone was attacked by corona, he would be forced to leave the village. And now it is being heard that those who have recovered from coronary heart disease are more likely to recover from corona patients.

এখন পর্যন্ত ১২০০০ বেশি মানুষ সুস্থ হয়েছে। শুধু একাই সচেতনহলে চলবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে আর একসাথে কাজ করবে হবে। তারপরও যারা মানতে ও বুঝতে চায় না তাদেরকে বেশি করে করোনার ভয়ংকর পরিনতি সম্পর্কে জানাতে হবে।

So far, more than 12,000 people have recovered. Awareness alone will not work. In this horrible situation everyone needs to be aware and work together. Even so, owning one is still beyond the reach of the average person.

এভাবেই আমরা একটা সুষ্ঠু সমাজ আগের মতো গড়তে পাড়বো। আশা করা যায় কোন এক শুভ দিনে ঠিকই আমরা শুনতে পারবো আর কারো মৃত্যু হয়নি সবাই সুস্থ হয়ে গেছে। আর হ্যা আমরা ভাল কিছু করার মানুষিকতা রাখবো। মনুষ্যত্ববোধ ঠিক রেখে কাজ করবো।

In this way we will build a fair society as before. Hopefully one day we will be able to hear and no one has died, everyone has recovered. And yes we will have the humanity to do something good. I will work keeping the sense of humanity right.

Hello friends. I am niha. I like to write article, stories. I hope you are like my today post.

Sort:  

Good Skill, and well write dear. Carry on.

thanks for appreciate me.

Skills, talent and hardworks always appriciated by others.

It's sad but true..Hope the ray of hope will come out soon. Very soon..

I hope so too..

Congratulations @niha! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Project Activity Update
Support the HiveBuzz project. Vote for our proposal!

This post earned a total payout of 12.088$ and 6.044$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.