You are viewing a single comment's thread from:

RE: ধর্ষণ সমস্যা (পর্ব ০১) : ধর্ষণের পটভূমি এবং ধর্ষকের মনস্তত্ত্ব

in BDCommunity5 years ago

সুস্থ মানসিকতার অভাবে দিন দিন ধর্ষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশে সুষ্ঠু বিচারের আশা না করাই ভালো। তবে ওপারে ঠিকই বিচার হবে তখন কেউ আটকাতে পারবে না।

Sort:  

ওপারের বিচার অতি ভয়ংকর হবে। তবে এপারেও কঠিন বিচার হাওয়া দরকার। নইলে সিচুয়েশন চেঞ্জ হবে না

বিচার কার্যকর হতে হতে আমারা মনে হয় না বেঁচে থাকবো।তারপরও আশা করছি তাদের খুব দ্রুত বিচারের ব্যবস্থা করবে।

আশা করি একদিন এই সিচুয়েশন চেঞ্জ হবে। তখন সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এরকম নিকৃষ্ট অপরাধীদের।