আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি তাই তো আপনাদের মাঝে আজকে একটু ভিন্ন রকম ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতন ,আজকের আমার ব্লকটি হচ্ছে বোনের ভালোবাসা সে যেন ভুলবার মত নয় কারণ আমরা যারা ভাই বোন আছি আমরা একে অন্যের জন্য সব সময় মন প্রাণ কাঁদে অনেকদিন পর পর আসলে ভাই বোনের সাথে দেখা হয় তাই একটা আলাদা ভালোবাসা রয়েই যায় অনেক প্ল্যান করি যখন শহর থেকে গ্রামে যাই ভাই-বোনদের সাথে দেখা হবে| আগের পুরানো স্মৃতি সব মনে পড়ে দেখা হলে কথা হয় ভাই-বোনদের সাথে কি করতাম কি করেছি কেমন সময় কাটাইতাম সময় যেন চলে যাই তো এখন সময় কাটে না এসব নিয়েই আমরা গল্প করি ঠিক তেমনি বোনের বাসায় গিয়েছিলাম বোনকে দেখতে দেখলাম ও ছাদ বাগান করেছে, আর ওর ছাদ বাগানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে ঔষধি গাছ আছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আর আমার ভালো লাগা থেকেই কিন্তু আমার বোনের ভালোবাসার যে কাজগুলো বেড়ে উঠেছে সেই পুরো ছাদের ছোট ছোট ক্লিপ্স নিয়ে আমি একটি ব্লক তৈরি করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করলাম | শুধু যে ছাদ বাগান দেখিয়েছি সেটা না বোন আমাদের জন্য কেক বানিয়েছিল সেই কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সেইটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করব আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে আজকের এ ব্লকটি আমার কাছে অন্যতম কারণ এখানে আমার বোনের ভালোবাসা মিশে আছে চলেন দেরি না করে দেখে আসি আজকের আমার এই ব্লকটি |
আমি আশা করব আপনারা আমার ব্লগ টি দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামতটি আমার কমেন্ট অপসনে জানাইতে পারেন আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন আসলে গ্রামের বাড়িতে গেলে সময় যেন চোখের পলকে কেটে যায় | আর ভালোবাসা যেন অবিরাম পরিবারের প্রতি ভালোবাসার যেন কোন কমতি থাকে না অনেকদিন পর দেখা হলে সেই আন্তরিকতা টা ভিন্ন রকম আমি ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হয়েছি তাই আমার যৌথ পরিবার খুব পছন্দ সবাই মিলে হইহুল্লোড় করতে এবং সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া আনন্দ উৎসবে পরিবারের সকলে মিলে মেতে ওঠা এটা যেন অন্যরকম একটা আনন্দ দেয়| আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |
সব কিছু মিলে অসাধারণ হইছে।
thank you apu
সুন্দর ফুল
thank you apu ami asa korbo apnara amr pashe thakben .