আমার জেনারেশন এবং তার আগে বাঙ্গুদেশে বাবা-মায়েরা মাইর ছাড়া লালন-পালন করতে জানতেন না। ওইটাই নর্ম ছিলো এবং অল্প কিছু ক্ষেত্রে যেইখানে ব্যাপারটা টর্চারের মত (এবং এইসব ক্ষেত্র এখনও আছে) সেইসব ছাড়া এই প্রাকটিস খুব যে অসহনীয় বা অভাবিত ছিলো তাও না। আকাম করলে মাইর খাওয়াটা স্বাভাবিক এইটাই আমরা ধরে নিতাম। স্কুলের স্যারদের বলে আসতেন আকাম করলে যেন মাইর দেয়। আমাদের সময় হিন্দু শিক্ষক বেশী ছিলেন, চাপে বেঁচে থাকা সংখ্যালঘু হিন্দুরা পড়াশোনাটা ভালো করতেন, ভালো শিক্ষক হতেন। এখনকার মত তাঁরা ছাত্র পড়ানোর জন্যে জেইলখানায় যাওয়া তো দূরে থাক, উল্টো আকাম করলেই বেতাইতেন। আমার প্রিয় শিক্ষকের কাছে বেতের বাড়ি খেয়েছি অনেক, তাঁর প্রতি শ্রদ্ধাবোধ কমেনি। খুব ভালো পড়াতেন, বোঝাতেন।
বাসায়ও মার কম খেতাম না। কাঁচের বাটি বা অন্য আসবাবপত্র ভেঙ্গে গেলে যদিও মা তেমন কিছু বলতো না, তবে যে অপরাধবোধ হতো, তাতেই মিইয়ে যেতাম। পরীক্ষায় ফেল তো অনেক দূরের পথ, স্কুলে দশের ভেতর না থাকতে পেরেও মার খেয়েছি। ক্লাস ফোরে ৫ম হলুম, সেবারও মার খেয়েছিলাম। কেবল ক্লাস ফাইভে ফার্স্ট হয়ে মাইরের হাত থেকে বেঁচেছিলাম! তবে ডাউনহিল হয় হাই স্কুল থেকে, ক্লাস সেভেন অংকে ফেল করলাম। আরে কী মাইর! এইবার বাপ-মা দুইজন মিলে।
আমি অবশ্য পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম না, বই পড়ার বাতিক হাই স্কুল থেকেই জাগে। আমি খেলতে যাওয়ার জন্যে মাইর খাই নাই, খাইছি অতিরিক্ত 'আউটবই' পড়ার জন্যে। ছোটভাইয়ের সাথেও মারপিট লেগেই থাকতো, ঐ সুবাদেও মোটামুটি বেদম মার খেয়েছি। শাক-সবজি খেতে না চাইলেও ওই বাবদ মার খাইনি তেমন, এখনও শাক-শবজি খাই না। নিউট্রিয়েন্টস যা লাগবে, সেগুলো নির্দিষ্ট কিছু সবজি থেকে নিয়ে নিই।
আর যুক্তিমূলক কথা বাবদ মাইর এখনও খাই অবরে-সবরে। এখন আর খারাপ লাগে না। বরং মুখ চেপে কান্না আসে যখন ভাবি একসময় এই মার দেয়ার শক্তি থাকবে না মায়ের।
yes, I had my fair share of spanking as well, and along all those counts probably. But most of those were before class 3 for me. Simply because, during class 3, after I got some serious spanking (I don't remember why anymore) I left home for Tibet! Yes, Tibet!! :) I didn't go too far. My older brother caught me at the local long distance bus station. But after that my spanking had dropped drastically. Definitely never for any educational or household reason. My mom-dad mostly left me alone after that.
Sometimes threat works :)
You've been lucky! 😃 I did escape from home a couple of times for a couple of days. They did cry a lot and searched me all over but still spanking was there when warranted!
এই... মাইরের মধ্যে ভিটামিন আছে তোমার মনে নাই? ক্লাস 7 এ বিজ্ঞানে ফেল করায় আম্মাজান দরজা বন্ধ করে ইস্কেল দিয়া পিটায়ছিলো... উফ যে মাইর দিছিলো
ভিটানিন আছে কিনা জানি না তয় এখনকার দিনে যেইসব আশংকা দেখি, ওই সব ছিলো না এইটা জানি৷
আজকালকার বাপ-মা ভিটামিন খেয়ে বড় হইছে। জানে যে মাইর খাইলে পোলাপাইন ত্যাদর বেশি হয়।
মুরগী হইয়ে তো লাভ নাই!
মুরগী.... আমি এখানেও ফেল করছি। মাত্র ৫০ পাইছি... তয় আমি বড় বোনের লগে ঝগড়া করছি দেখেও পিডান খাইছি
'ইট মারলে পাটকেল খেতে হয়' - এই নীতিতে বিশ্বাসী এখনকার ছাত্রমহল এবং অবিভাবক, তাইতো টিচাররা উল্টা মাইর খায় কিসু বললে।
সামাজিক মূল্যবোধের বিরাট অধঃপতন হইছে
Ohhh the spanking XDD Half my life went away with it XDD Except for the last one as I don't have any siblings, the score is a full 90 :v
ড্যাম, হাই স্কোর বটে! তুমি দেখি দস্যি মেয়ে আছিলা!
আমি গোন্ডেন A+ পাইছি ✌️✌️✌️(৯০)
সাবাশ!
কোন জিনিসটা দিয়ে মার খাই নাই?! হাত, পা, স্কেল, লাঠি, ঝাড়ু, খুন্তি, গাছের ডাল, বাটি....🤣
স্যান্ডেল বাদ দিছো! 🤣
আমি অইসপ মাইর টাইর খাই নাই ভ্রো;
লিটারেলি আমাকে প্যাদানো হত আরকি...!
একবার তো সে কি প্যাদানী রে ভাই...
ব্যাথা....
এখন আবার মনে হইলে মজাই লাগে।
তবে পইড়া বিস্তর মজা পাইছি।
থাংকু😂🤣😂🤣
বিটারসুইট মেমোরিস আরকি! সকল মেজর মাইরের কথা মনে আছে!
আমার জীবনে মাইর এর নাম উঠলেই আমার বিদ্যালয়ের কথা মনে পড়ে, শহরের মধ্যে সবচেয়ে স্ট্রিক্ট স্কুল ছিল এটা। আমি ভালো ও শান্তশিষ্ট ছেলে ছিলাম তাও কেন যে আমার বাপ-মায়ে এত এত টাকা দিয়া মাইর খাওয়ার লাগি ওইখানে নিয়া ভর্তি করাইসিল আল্লাহ-মাবুদ জানেন। একটু ১৯/২০ হলেই মাইরা তামাতামা বানাইত। যাইহোক ৫০ পয়েন্ট পাইছি।
৫০ খারাপ না একদম। সম্মানজনক স্কোর!
Congratulations @notacinephile! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
Your next target is to reach 2500 replies.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Support the HiveBuzz project. Vote for our proposal!
কথা সেইটা না!
কথা হইলো তোমার মার্ক কত আসছে সেইটা বলো 😂
আমার ৬০
তোমার?
৯০! 😑
শাক সবজি নিজগুনেই খেতাম! নাইলে ১০০ হইত 😑
বাসায় কি জানে ভাই,আপনি যে এসব হাইভে বলে বেরাচ্ছেন?😁
তা হয়তো জানে না, তবে লেখালেখির কথা জানে।