আসসালামু আলাইকুম।
**আপনাদের সবার সাথে পরিচিত হতে এলাম আমি নুসরাত আঁখি।
আমার বাড়ি বরিশাল। আমা পড়াশুনা করি,আমি সম্মান ৪র্থ বর্ষের ছাত্রী। করোনার কারনে এই মুহূর্তে লেখাপড়া বন্ধ।
আমার পরিবারে আমার বাবা - মা দুই ভাই ও দুই ভাবি আছেন। আমার বড়ো ভাইয়ের ২ টি বাচ্চা রয়েছে।
আমার বড়ো ভাই একজন ব্যবসায়ী, ছোট ভাই স্কুল টিচার। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে। ভাইয়াদের কাছে অনেক আদরের। আমার পরিবারের সবাই আমাকে ভালোবাসে আর সবাই মিলে মিশে আছে। সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবেই ভালো আছি।
আমি পড়াশুনার পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজ করি। অবসর সময়ে রান্না করতে ভালোবাসি।
** মন খারাপ হলে সাজতে ভালো লাগে তাহলে মন ভালো হয়ে যায়।
আমার একটি সখের ফুলের বাগান আছে, সেখানে অনেক রকমের ফুলের গাছ আছে। আমার প্রায় ১৬ প্রকার ফুলের গাছ আছে। আমার ফুলের বাগানে আরো অনেক গাছ লাগানোর ইচ্ছা আমার।
**বই পড়তে ভালো লাগে, আমার বেড রুমে ছোট একটা লাইব্রেরী বানানোর ইচ্ছে আছে আমার। অনেক বই থাকবে সেখানে ইনাশাআল্লাহ ইচ্ছা একদিন পূরন হবে।
ঘুড়তে ভালোবাসি খুব। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রকৃতির সুন্দর্য আমাকে তার কাছে টানে।
আমার একটা কিন্টার গার্টেন ছিল সেখানে আমি বাচ্চাদের পাঠ দান করাতাম সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত।
করোনার কারনে আমার স্কুলটি বন্ধ।
আমি এখন আমার বাড়িতে বসেই কিছু ছাত্র- ছাত্রী পড়াই।
**নিজে থেকে কিছু করতে চাই। বাবা- মায়ের পাশে দাঁড়াতে চাই। আমি একজন শিক্ষিকা হতে চাই। জীবনে একজন ভালো মানুষ হতে চাই। আমার শরীরের মৃত্যর সাথে সাথেই যেন অস্তিত্ব বিলিন না হয়ে যায়। সবার মনের মাঝে বেচে থাকতে চাই।
আমার লেখায় কোন ভূল হলে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই লেখা শেষ করছি।
আল্লা হাফেজ।
Welcome nushratakhi!
Ecency is mobile and desktop application that improves your experience on Hive.
Download Android: https://android.ecency.com, iOS: https://ios.ecency.com, desktop: https://desktop.ecency.com apps that helps you to gain new followers and stay connected with your friends, unique features - notifications, bookmarks, favorites, drafts, and more.
We reward our users with encouragement upvotes as well as Points to promote and boost your content.
Learn more: https://ecency.com
Join our discord: https://discord.me/ecency
Welcome to HIVE.
Stay safe. Take care.
Welcome to BDC.
Wishing your successful journey in this nice platform. Be active and enjoy.
Congratulations @nushratakhi! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @hivebuzz:
well come ....to our world