It's a famous poetry which i did recitation

in BDCommunity3 years ago

হেলোও, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?


আজকে আবার ও এসে গেলাম একটি নতুন আবৃত্তি নিয়ে।যারা আমার আগের ভিডিও গুলা দেখেছেন তারা তো জানেনই কবিতা আবৃত্তি করা আমার অনেক বড় একটি শখ আর যারা জানেন না তাদের জন্য বলছি আমি একজন কবিতা ও আবৃত্তি প্রেমী মানুষ।মানুষের খিদে পায়,নেশায় পায় আর আমার কবিতা আবৃত্তিতে পায়।আবোলতাবোল বকছি বোধহয়!!থাক এসব,আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করেছি সে,


কবিতার নামঃ স্বাধীনতা তুমি

কবির নামঃ শামসুর রাহমান

আবৃত্তিতেঃ নূসুরা নূর



My Poetry Recitation Video Link



কবি শামসুর রহমার বাঙ্গলার একজন জনপ্রিয় কবি ও তার কবিতাগুলো ও বেপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে।কবি এ কবিতায় স্বাধীনতাকে নিজের বলে ধরে নিয়েছেন তা আমরা কবিতার প্রথম লাইনটি শুনলেই বুঝতে পারি।কবি কবিতার প্রথম লাইনেই বলেছেন স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের অজর কবিতা ও গান।তার মানে কবি বুঝিয়েছেন আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা যেমন ভালোবাসার ঠিক তেমনটাই রবিঠাকুরের গান বা কবিতা।শামসুর রাহমান ছিলেন একজন দেশ প্রেমী, ভাষা প্রেমী, মানুষ প্রেমী কবি।ঠিক যখন যখন আমাদের দেশ,মাটি,ভাষা বিপদের সম্মুখীন হয়েছেন ঠিক তখন তখন কবি কবিতার ভাষায় তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।তিনি স্বাধীনতাকে খুব সম্মান করতেন। যেমন করে দেশের স্বাধীনতাকে সম্মান করতেন ঠিক তেমন করেই ব্যাক্তিস্বাধীনতা কেও সম্মান করতেন।তার কবিতায় তিনি বেশিরভাগ সময়ই মানুষের,দেশের স্বাধীনতার কথা উল্লেখ্য করেছেন।তিনি স্বাধীনতার সাথে ছোট মেয়ের নরম গালকে তুলনা করেছেন, বোনের হাতে যে মেহেদির রঙ রাঙা হয়ে উঠে কবি স্বাধীনতাকে তার সাথে তুলনা করেছেন কারণ এসবই তো মানুষের একান্ত নিজের।কবি সমাজের প্রতি পরতে পরতে স্বাধীনতা খুঁজে ফিরেছেন।তিনি চায়ের আড্ডার সংলাপের সাথে স্বাধীনতার তুলনা করেছেন কারণ চায়ের দোকানে হওয়া আলাপনে যেমন বাকস্বাধীনতা,ব্যাক্তিস্বাধীনতা থাকে ঠিক সে সব কিছু মিলেমিশেই তো আমাদের আজকের এ স্বাধীনতা।ফসলের মাঠে যে কৃষকের হাসি ফুটে তাই তো আমাদের স্বাধীনতা। স্বাধীনতা কোনো দলিলে কলমে লেখনিতে ভরা বস্তু নয়,স্বাধীনতা হলো আমার, তোমার, সবার পাওয়া নিত্যদিনের জয়-উল্লাস,নিত্যদিনের চলতি পথের মুক্তির স্বাদ।স্বাধীনতা শুধু মুখে বলবার,দিন উদযাপনের গৌরবত্ব নয়,স্বাধীনতা হলো একুশে ফেব্রুয়ারির সেই জ্বলজ্বলিত সভা যার জন্য প্রাণ দিয়েছেন হাজার হাজার প্রাণ। এসবই কবি কবিতার মতোন করে সাঁজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন।

আশা করি সবাই ভালো লাগবে আমার আবৃত্তিটি।সবাই অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।আপনাদের অণুপ্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই।আর আমার কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো শুধরে দিবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ।


from,
@nusuranur


Sort:  

অনেক ভালো গেয়েছেন আপনি।

আসলে গাইনি,কবিতা আবৃত্তি করেছি।

Congratulations @nusuranur! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!