হেলোও,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন আপনারা?আশা করি ভালো আছেন আমিও আছি।
আজ আমি বিডি-কমিউনিটির সকলের সাথে আমার একটি স্মৃতিময় দিনের ঘটনা শেয়ার করছি।আশা করছি সবার ভালো লাগবে।
🌺দিনটা ছিলো ২০১৮ সালে ২৫শে জানুয়ারীর।এইযে আমাকে দেখছেন তখন এই আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম।এইযে ছবিগুলো হলো আমার স্কুলের বিদায় অনুষ্ঠানের। আজ আমি আর স্কুলের স্টুডেন্ট নই।গত এক বছর ধরে ভার্সিটির এডমিশন প্রিপারেশনে চাপা পরা একটা স্টুডেন্ট এখন আমি।আসলে চাপা পড়া বললাম কারণ এইযে এই লকডাউন লকডাউন খেলা বা এইযে এই ভয়ংকর করোনায় সবই তো বন্ধ।ঠিক সব নয় শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। যাক সেসব,মূল কথায় আসি।
আজ হঠাৎ মনে পড়লো কেনো জানেন,কারণ আজ বহুদিন এই বন্ধুনামক মানুষগুলোর সাথে দেখা হয়না, দেখা তো বহুদূর। এখনতো কারো সাথে কথাই হয়না কারো সাথে।কথা বলছি কেনো!!এখন তো কথার চেয়ে মনের দূরুত্বই অনেক বেশি।খুব মনে পড়ে আগে কেমন এক প্লেইট থেকে কাড়াকাড়ি করে তিনজনে ফুচকা খেতাম,স্কুলের বারান্দায় ছোয়াঁছোয়িঁ খেলা বা স্কুলের মাঠে বরফপানি খেলা,বর্ষায় স্কুল থেকে ফিরার পথে যদি রাস্তায় পানি উঠতো তাহলে সেই পানিতে কত লাফালাফি! এইযে ছবি দেখছেন এটি ছিলো আমাদের স্কুল জীবনের শেষ দিন।এইযে গোলাপ ফুল আর ফাইলটি দেখছেন।এসব সেদিন স্কুল থেকেই দিয়েছিলো।ইশশশ,কেমন করে ফেলে আসলাম দিনটা!আর ফেলে তো এসেছি তবে কেমন করে ভুলে যাবো?আজ একটা কথাই মনে মনে আওড়াই যে, " জানিস, খুব মনে পড়ে তোদের।খুব মনে পড়ে স্কুলটা। "
এই স্কুল,বন্ধু এদের কথা আমার যখন খুব মনে পড়ে তখন আমি একটা গান শুনি।কোনটা জানেন?
কেনো বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায় ?
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায় ??!!
দিন শেষে বলতে চাই,ওই পুরনো স্কুল, ওই পুরনো প্রাণের বন্ধুগুলোকে খুব করে মিস করি।খুব করে!
আচ্ছা আমার ই কি এই স্কুল জীবনকে সবচেয়ে সেরা মনে হয় নাকি সবারক্ষেত্রেই একই?
আমার কেনো যেনো মনে হয় আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো সেক্টরের বন্ধুত্ব বা বন্ধন কোনোদিনই স্কুল লাইফের মতন হবেনা।কখনই এমনটা মনের গহীন থেকে কারো জন্যেই ভালোবাসা আসবেনা।
আজকের জন্য আমার কথা এখানেই শেষ করলাম।স্কুল জীবন নিয়ে সবার ধারণাই কি আমার মতন নাকি অন্য কিছু তা অবশ্যই জানাবেন।
Thank you
From,
Take Love,Love Hive Blog,Love for all Hive Bloger💜💜
@nusuranur
বাহ, আপু, চমৎকার লেখা হলো।
স্কুল জীবনের শেষ দিনটাকে ভালোভাবেই ফুটিয়ে তোলা গেল।
keep it up 👍🙂
থ্যাংকস ভাইয়া 😊
Congratulations @nusuranur! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 600 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz: