Another weekly turni, that's great. Almost a lot of disagreements is created among us. Some based on small issues and some on big. But we should show enough respect on everyone’s opinion if the opinion is not venomous.
বিশ্বযুদ্ধের উপর নির্মিত কয়েকটি মুভি দেখেছি। উত্তেজনাপূর্ণ মুহুর্তে সাহসীরা কিভাবে টিকে থাকার লড়াই করেছে আর নিরীহ মানুষ কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করেছেন তা বারবার মাথায় ঘুরপাক খায়। বাঁচার সুযোগ নেই, এমন মুহূর্তে প্রিয়জনদের মনে করে বলছে, "We're sinking. We're sinking." মনে ধরছে।
𝓓𝓸𝓲 𝓕𝓾𝓬𝓱𝓴𝓪,
Fuchka is one of the favourite foods we usually eat when we go out. Obviously It's testy. But fuchka prices vary depending on the locations. In our locality, maximum here is 50 tk. I haven't seen a person who dislikes Fuchka yet.
@deepu7 ভাইয়ের আবৃত্তি শুনে মনে মনে কাল্পনিক বেশকিছু চিত্র এঁকেছি। আবৃত্তি শোনা মাত্রই মস্তিষ্কে একটি কাল্পনিক দৃশ্যের জন্ম দেয়। মেসজীবনে রুমমেটের কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়'র 'কেউ কথা রাখেনি' শুনেছি৷ রুমমেটের কণ্ঠেও ভালো লেগেছে। তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং শ্রুতিমধুর। অনেক ধন্যবাদ ভাই। আত্মার খোরাক ছিল ভাই।
অব্যক্ত কথোপকথন
সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনগুলো আমরা মেনে নিতে না চাইলেও মানতে হয়। নিজেকে, নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে হয়। প্রতিনিয়ত তাই করছি আমরা। হয়তো লোক দেখানো। আজ পড়াতে গিয়ে এমন একটি সত্যের মুখোমুখি হই। স্টু'র মামাতো বোন আত্মহত্যা করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রী। না জানি কত অব্যক্ত কথপোকথন তার মাঝেই কবর হয়ে গেলো। সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের যতটা নিকটবর্তী করেছে তার চেয়েও বহুগুণ দুরত্ব তৈরি করেছে। তাই তো অনলাইনে পেয়েও গত ২ মাস হলো প্রিয় মানুষটার সাথে কথা হয় নি। হয়তো এভাবে অব্যক্ত কথপোকথন অনেকেরই হয়ে উঠে না। ভালো লাগছে!
You are most welcome brother. Great to know that you enjoyed my little effort.
Thank you for your such a beautiful feedback. I am also feeling blessed that you have enjoyed it. Stay with us.Have a great day!