একটা সংগ্রামমুখর পরিবারের গল্প। এরকম অনেক পরিবারেরই অস্তিত্ব পাওয়া যায় আমাদের আশে পাশে কিন্তু আমরা খুব অল্পই তাদের খোজ খবর নেই, তাদের পাশে দাড়ায়। যেটা আসলে আমাদের এক প্রকার দায়িত্বের অবহেলা।
ভাল লিখেছেন। গল্প তো মনে হচ্ছে শেষ হয় নাই। আরো পর্ব হবে নাকি?
এতিমদেরকে তাদের ধন-সম্পদ ফিরিয়ে দাও৷ ভালো সম্পদের সাথে মন্দ সম্পদ বদল করো না৷ আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না ৷ এটা মহাপাপ৷ (সুরা নিসাঃ আয়াত ২)
আরেকটা পর্ব করার ইচ্ছে আছে। সত্যিই আমাদের আসপাশের চিত্রই। ধন্যবাদ ভাই।