প্রায় ৪ বছর পর নিহনের সাথে দেখা। এ কয়েক বছরে
একটি বারের মতো ওর ছবি দেখতে কিংবা ওর লেখা
পড়তে ইচ্ছে করে নি।ফেসবুক,হোয়াটস
এপ,ইমো,স্কাইপ, ভাইবার সব এড্রেসই জানা ছিলো
কিন্তু একটি বারের মতো দেখার আগ্রহ জন্মায়নি।
আজও আমি চাইনি ওর সাথে দেখা হোক। তবুও দেখা
হয়েই গেলো।দেখা হলো এক বিয়ে বাড়িতে। আগে
জানলে আসতাম না এখানে।
নিহন একমাত্র মানুষ যাকে আমি ভালোবাসি।
না,এতো বছর পর ভালোবাসি বলাটা পাপ হবে।ওকে
আমি ভালোবাসতাম,যদিও ওর জায়গাটা আজও
কাউকে দিতে পারি নি,দিতে পারি না।
ভালো মানুষ বার বার ভালোবাসতে পারে,সে
হিসেবে নিহন একজন খুব ভালো মানুষ আর আমি
চেষ্টা করেও ভালো মানুষ হতে পারি না।
মানুষটার যখন সময় খারাপ যাচ্ছিলো তখন শক্ত করে
হাতটা ধরেছিলাম।হুম,আমি ভালোবাসার
বিনিময়েই ভালোবেসেছিলাম।নিহনের সময় ভালো
হওয়ার সাথে সাথে আমার প্রয়োজনও শেষ হতে
থাকলো।একটা সময় টের পেলাম আমাকে ঠকানো
হয়েছে।বাজে ভাবে ঠকানো হয়েছে। ভালোবাসা
নাকি ক্রমশ নিম্নগামী হয়।নিহনের বেলায় এটা
প্রযোজ্য হলেও আমার বেলায় তা ছিলো বিপরীত।
ও ওর ভালোটা বুঝে ওর মতো আগাতে থাকলো,নতুন
মানুষ পেলো,বন্ধু পেলো।
আমি সেদিন থেকেই চাইতাম যেনো এই মানুষটার মুখ
কোনদিন দেখতে না হয়। ভালোবেসে অপমানিত
হয়েছি তাই এতো বেশী অভিমান,যদিও নিহনের এ
বিষয়ে থোরাই কেয়ার।
আজকে দেখা না হলেই ভালো হতো,পুরনো ক্ষতটা
আবার নতুন করে রক্তাক্ত হতো না। আমার সাথে
কতো স্বাভাবিক ভাবেই কথা বললো।কোন
অনুশোচনাবোধও নেই তার মাঝে।
নিহন:কেমন আছো?তোমার আম্মু কেমন আছেন?
--ভালো আছি,আমি ভালোই থাকি।
--আজ-কাল কি করছো?
--কিছু করছি না।
--কি করবে ভাবো নি কিছু??
--ভেবেছি।
--কি ভেবেছো??
--আরও ৪০ বছর পর যখন তোমার সাথে দেখা হবে,যখন
তুমি বুড়ো হয়ে যাবে,গাল আর গলার চামড় কুচকে
যাবে সেদিন তোমার তোমার গাল টেনে বলবো,
সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না।তোমার এই
ঝুলে যাওয়া চামড়াটাকেও ভালোবাসি,পেঁকে
যাওয়া চুলগুলো আজও আমার কাছে রঙিন।
ভালোবাসাটা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়।ভালোবাসা
কি সেটা তোমার মতো মিথ্যুক,লোভী আর
চরিত্রহীন মানুষ বুঝবে না।বুঝার চেষ্টাও করবে না কারণ বুঝতে গেলে আবার
তোমার মতো মানুষের ভালো থাকা কষ্টকর হয়ে
যাবে।
ভালোবাসার মেয়াদ কখনো উত্তীর্ণ হয় না।
ভালোবাসা মানে চোখের তৃপ্তি না,ভালোবাসা
মানে মনের শান্তি,আত্মার শান্তি।আর সবাই
আত্মীক শান্তি পায় না।হয়তো অনেক ভালো ছিলে
সারাজীবন কিন্তু ভালোবাসাকে অপমান করা মানুষ
জীবনে ভালোবাসা পায় না শুনেছি।আচ্ছা আমাকে
ফিরিয়ে দিয়ে তুমি কি সত্যিই ভালোবাসা
পেয়েছো???
উত্তরটার জন্য ৪০ বছর অপেক্ষা করতে হবে আমার।
আশা করি তোমার উত্তর হ্যাঁবোধকই হবে। ভালোবাসিতো তাই তোমার সর্বোচ্চ ভালোটাই চাই,হয়তো তোমার মতো করে তোমার ভালোটা চাইতে পারি না, তবে আমি চাই তুমি ভালো থাকো,অনেক ভালো।
Sort: Trending