হঠাৎ ভ্রমণ (Suddenly tour)

in BDCommunity3 years ago

আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি। বাংলাদেশ কমিউনিটিতে এটা আমার প্রথম পোস্ট । আমি আপনাদের সাথে ভ্রমনের কিছু ছবি ও অনুভূতি শেয়ার করতে চাই।

Hope everybody is doing well. I'm fine too. This is my first post in Bangladesh community. I would like to share with you some pictures and feelings of travel.

মানুষের স্বভাবের মধ্যেই রয়েছে চিরন্তন পাগলামি।
২০ শে নভেম্বর ২০২১ শুক্রবার রাত আটটা সময় আমিও আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম পরের দিন অর্থাৎ শনিবার ২ থেকে ৩ ঘন্টার জন্য কোথাও একটু বেড়াতে যাব।

There is eternal madness in human nature. On Friday, November 20, 2021, at eight o'clock I and some of my friends decided to go for a tour for 2 to 3 hours the next day.

শনিবার সকাল 9 টার দিকে আমরা রওনা হলাম
৫ মিনিট হেঁটে শিব শক্তি চাকী,আরিফুর রহমান রনি, মিঠু দেব ও আমি ফজলে রাব্বী পলাশ সিএনজি চালিত অটো রিক্সায় চড়ে শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে ফুলপুকুরিয়া পার্কের উদ্দেশ্যে, আমাদের পৌঁছাতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লেগেছিল।
IMG20211120111310.jpg

At around 9 am on Saturday, we set off for Shibshakti Chaki, Arifur Rahman Rony, Mithu Dev, and I am Fazle Rabbi (Polash ) in a CNG-powered auto-rickshaw for Phulpukuria Park, 10 km west of the city. It took us 30 to 35 minutes.

বহু শতাব্দী আগে পির ফুল খান নামে একজন আধ্যাত্মিক লোক এখানে বসবাস শুরু করেন
তার নাম অনুসারে জায়গার নাম হয় ফুলপুকুরিয়া। এখানে রয়েছে বিশাল এক পুকুর যা পাড় সহ ৯৫ দীঘা জুড়ে বিস্তৃত। এ পুকুর কে কেন্দ্র করে
এখানে গড়ে উঠেছে বাজার , অনেকশিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা , মসজিদ ও ঈদগাহ মাঠ। বাজারে নাম ফুলপুকুরিয়া বাজার, ফুলপুকুরিয়া কলেজ, ফুলপুকুরিয়া হাই স্কুল, ফুলপুকুরিয়া মাদ্রাসা,
ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠ, ফুলপুকুরিয়া জামে মসজিদ। এখানে অধিকাংশই প্রতিষ্ঠানের নামের সাথে পির ফুল খানের নাম জড়িত রয়েছে।
IMG20211120112705.jpg
IMG20211120142249.jpg
IMG20211120142619.jpg

Many centuries ago, a spiritual man named Pir Phul Khan started living here. The place is named Phulpukuria after him. There is a huge pond which is spread over 95 dighas along the banks. Bazaar, many educational institutions, madrasas, mosques, and Eidgah grounds have been built around this pond. Name of the market Fulpukuria Bazar, Fulpukuria College, Fulpukuria High School, Fulpukuria Madrasa, Fulpukuria Eidgah ground, Fulpukuria Jame Mosque. The name Pir Ful Khan is associated with most of the institution names here.

এ পার্কে ২০০টি আম গাছ এবং ১৫০ টি লিচুর গাছ রোপন করা হয়েছে এ গাছগুলোর ফল বিক্রয় এবং প্রতি তিন বছরের জন্য ফুলপুকুরিয়া পুকুর লিজ দেওয়া হয় প্রায় ২৫ লক্ষ টাকার অধিক । সংগৃহীত অর্থ মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করা হয় । এখানে আশেপাশে থেকে অনেক লোক আসে। বিকেলবেলা অনেক মানুষের সমাগম হয়।

IMG20211120140025.jpg

200 mango trees and 150 litchi trees have been planted in the park. The money collected was used for the development of mosques and educational institutions. Many people come here from the neighborhood. Many people gather in the afternoon.

এখানে দুইটি জিরাফ রয়েছে যা সিমেন্ট ও পাথরের টুকরো দিয়ে তৈরি। ফলের গাছ শুধু নয় এখানে আরো অনেক গাছ রয়েছে । সারি সারি করে ফুলের গাছ এবং পাতাবাহারের গাছ লাগানো রয়েছে। সারিবদ্ধ গাছের মধ্য দিয়ে মানুষের জন্য পায়ে হাঁটার রাস্তা আছে। এখানে বেশ কিছু খেজুর গাছ ও নারকেল গাছ আছে। বেশ কয়েকটি তালের গাছ রয়েছে । একটি তালের গাছের গোড়া চারিদিকে ইট দিয়ে বাঁধাই করা মানুষের বসার জন্য । আমি আমার বন্ধুরা সেখানে বসে ছিলাম । অনেক দেবদারু গাছ ও রয়েছে এখানে । মানুষের বসার জন্য বেশ কয়েক জায়গায় ব্যবস্থা করা আছে। পার্কের চার দিক দিয়ে রাস্তা রয়েছে।
IMG20211120141715.jpg
IMG20211120141614.jpg
IMG20211120142057.jpg

IMG20211120141428.jpg
IMG20211120140232.jpg

Two giraffes are made of pieces of cement and stone. Not only fruit trees but there are many more trees here. Rows of flowering trees and deciduous trees are planted. There is a walking path for people through the lined trees. There are several date palms and coconut trees. There are several palm trees. The base of a palm tree is lined with bricks for people to sit on. Me and my friends sitting there. There are also many fir trees here. There are several places for people to sit. There are roads on all four sides of the park.

পার্কটিতে আধুনিক সুযোগ-সুবিধা নাই। যান্ত্রিকতা না থাকার কারণে এখানে নিরিবিলি পরিবেশ বিরাজ করে। প্রচুর গাছ থাকায় নির্মল বাতাস পাওয়া যায়। আমরা এখানে এক ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেছিলাম। একটা সুন্দর সকাল উপভোগ করলাম একই সাথে মন সতেজ হয়ে গেল।
IMG20211120142125.jpg
IMG20211120141139.jpg

The park does not have modern facilities. Due to the lack of mechanics, a secluded environment prevails here. There are plenty of trees to get fresh air. We stayed here for one hour and 20 minutes. I enjoyed a beautiful morning and at the same time my mind became fresh.