বাস্তবে যখন তাকাই তখন টের পাই, আমাদের এখানে কথা বলাটাই সবচেয়ে বড় যুদ্ধ। কথা আসলে সবার সাথে বলা যায় না। তাদের সাথেই বলা যায়, যারা কথা বোঝে, অথবা বুঝবে বলে আমরা আশা করি। যদি কথা বলার আগেই জাজড হওয়ার ভয় কাজ করে, তাহলে কথা বলার প্রশ্নই আসে না।
সমাজের একটা কুৎসিত বাস্তব চিত্র ভাই। কথা বলতে গেলেও ভয় হয়।
ঠিক বলেছেন ভাই। কাকে কি বলবো, কোথায় কোন কথাটা বলা যাবে না, এগুলো নিয়ে ভাবতে ভাবতেই আর আসল কথা কখনো বলা হয়ে ওঠে না। তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যাদের কাছে মনের কথা নির্দ্বিধায় শেয়ার করা যায়। আমি খুবই ভাগ্যবান যে, আমার এমন কিছু বন্ধু আছে যাদেরকে সব কিছু বলা যায়। এদের জন্যই টিকে আছি।
ধন্যবাদ ভাই ❤️❤️