এটা আসলেই ভাবার মতন একটা লাইন দাদা। ইহজাগতিক মোহ থেকে নিজেকে ছাড়িয়ে আনতে পারলেই তো দার্শনিকতার প্রথম ধাপে যাওয়া যায়।
ধাওতালের মতন এমন অনেক চরিত্রের মাঝে দিয়েই বিভূতি জীবনকে একটু অন্যভাবে দেখার উপায় বাতলে দিয়েছে। প্রকৃতি যে মানুষের সত্তাকে কত সুন্দর ভাবে প্রভাবিত করতে পারে এই বই তার প্রমাণ।