You are viewing a single comment's thread from:

RE: উর্দু কবিতার ছন্দোবদ্ধ অভিমানে

in BDCommunity2 years ago

ah! getting a Ghalib fan from bdc, impressive!! You can make a little descriptive post on how you feel reading Ghalib's poetry or the struggles that he had in his life. Some of us will love to read that!

Sort:  

কাল পর্যন্ত মনটা একটু খারাপই ছিল এই ভেবে যে এত যত্ন করে একটা পোস্ট করলাম আর কেউ পড়লোই না৷ সেটা কিছুটা লাঘব হলো৷ উর্দু কবিতা নিয়ে সুপ্ত একটা ইচ্ছে আছে৷ গালিবের জীবনী ও কবিতা নিয়ে এত চর্চা হয়েছে এই দেশে সেজন্যে আসলে ওদিকটা এড়িয়ে গেছি৷ আপাতত রাইমটা বজায় রাখা খুব কঠিন মনে হচ্ছে৷ যেনতেনভাবে অনুবাদ করাই যায় কিন্তু অর্থবহ ছন্দের ছাঁচে ফেলাটা বেশি দুষ্কর৷

গালিবের জীবনী ও কবিতা নিয়ে এত চর্চা হয়েছে এই দেশে সেজন্যে আসলে ওদিকটা এড়িয়ে গেছি

ঠিক সেটা না, গালিবের পোয়েট্রি আপনাকে কিভাবে প্রভাবিত করেছে, কেনো তার লেখা ভাল লাগে এটা নিয়ে একটু লিখতে পারেন৷ পোস্টটা পড়ে মনে হয়েছিল আরোও অনেক কিছু বলা যেত, মনের সেই খুঁতখুত থেকে বললাম৷