ah! getting a Ghalib fan from bdc, impressive!! You can make a little descriptive post on how you feel reading Ghalib's poetry or the struggles that he had in his life. Some of us will love to read that!
You are viewing a single comment's thread from:
কাল পর্যন্ত মনটা একটু খারাপই ছিল এই ভেবে যে এত যত্ন করে একটা পোস্ট করলাম আর কেউ পড়লোই না৷ সেটা কিছুটা লাঘব হলো৷ উর্দু কবিতা নিয়ে সুপ্ত একটা ইচ্ছে আছে৷ গালিবের জীবনী ও কবিতা নিয়ে এত চর্চা হয়েছে এই দেশে সেজন্যে আসলে ওদিকটা এড়িয়ে গেছি৷ আপাতত রাইমটা বজায় রাখা খুব কঠিন মনে হচ্ছে৷ যেনতেনভাবে অনুবাদ করাই যায় কিন্তু অর্থবহ ছন্দের ছাঁচে ফেলাটা বেশি দুষ্কর৷
ঠিক সেটা না, গালিবের পোয়েট্রি আপনাকে কিভাবে প্রভাবিত করেছে, কেনো তার লেখা ভাল লাগে এটা নিয়ে একটু লিখতে পারেন৷ পোস্টটা পড়ে মনে হয়েছিল আরোও অনেক কিছু বলা যেত, মনের সেই খুঁতখুত থেকে বললাম৷